তিতাস(কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে লঞ্চ দিয়ে গোমতী নদীতে একদল যুবক ডিজে পার্টি করতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে ১৫-২০ জনের শরীর জ্বলছে গেছে।ঘটনাটি ঘটেছে ২৩ আগস্ট সোমবার আনুমানিক রাত সাড়ে ১০টায় উপজেলার দড়িকান্দি ব্রিজের পূর্ব পাশে।
এসময় আহতদেরকে নদীতে মাছ ধরতে যাওয়া জেলে ও স্থানীয়রা উদ্ধার করে প্রথমে দাউদকান্দির গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।প্রাথমিক চিকিৎসা শেষে কয়েক জনকে ছেড়ে দেওয়া হয়।এদের মধ্যে আসংখ্যা জনক অবস্থায় ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।দূর্ঘটনা কবলে পরা শামিম নামের ১০ বছরের এক কিশোর নিখোঁজ ছিল।নিখোঁজ শামিম উপজেলার শিবপুর গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে।নিখোঁজ শামীমের লাশ ২৪ আগস্ট মঙ্গলবার সকালে ভাসমান অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের খোঁজ খবর নেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার,তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুধীন চন্দ্র দাস ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. ফরহাদ আহমেদ ফকির প্রমূখ।