এস এ ডিউক ভূঁইয়া-তিতাস ,কুমিল্লা প্রতিনিধি, দৈনিক শিরোমণিঃ
প্রাণঘাতি মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে কুমিল্লার তিতাস থানা পুলিশের উদ্যোগে উপজেলার সদর কড়িকান্দি বাজার ও বাতাকান্দি বাজারের ক্রেতা -বিক্রেতাসহ পথচারী,বিভিন্ন যানবাহনের ড্রাইভার ও যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।২৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলামের উদ্যোগে কড়িকান্দি বাজার ও বাতাকান্দি বাজারের ক্রেতা-বিক্রেতাসহ পথচারী,বিভিন্ন যানবাহনের ড্রাইভার ও যাত্রীদের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়।এসময় তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম বলেন, মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে প্রতিদিনের মত আমাদের মাক্স বিতরণের এই কার্যক্রম অব্যাহত থাকবে।এসময় উপস্থিত ছিলেন তিতাস থানার তদন্ত(ওসি) শ্রধীর চন্দ্র বাবু,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক ও বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.নুর নবীসহ তিতাস থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ।
৪ views