1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন

তিতাসে বৃদ্ধা ইব্রাহিমকে কুপিয়ে দুর্ধর্ষ ডাকাতি: নগদ-২৫ হাজার টাকাসহ ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ মার্চ, ২০২১
তিতাসে বৃদ্ধা ইব্রাহিমকে কুপিয়ে দুর্ধর্ষ ডাকাতি: নগদ-২৫ হাজার টাকাসহ ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট
নগদ-২৫ হাজার টাকাসহ ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট
এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)থেকেঃ
কুমিল্লার তিতাসের জগতপুর ইউনিয়নের সেলিমপুর গ্রামের বৃদ্ধা ইব্রাহিম খলিলকে কুপিয়ে দুর্ধর্ষ ডাকাতি করে নগদ-২৫ হাজার টাকাসহ ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।সরজমিনে
অনুসন্ধানে গিয়ে জানা যায় ঘটনাটি ঘটেছে ৫ মার্চ শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে সটপ্যান্ট ও মুখোশ পরিহিত ৬ জনের একটি ডাকাত দল উপজেলার জগদপুর ইউনিয়নের সেলিমপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে মোঃ ইব্রাহিম খলিল(৬০)এর চারচালা ঘরের দরজা লাথি মেরে ঘরের দরজা খুলে দেশীয় অস্ত্র রামদা,ছুরি,লোহার কাউয়াল নিয়ে ঘরের ভিতরে ডুকে ৬ জনের ডাকাত দলটি ইব্রাহিম খলিলের স্ত্রী মোসাম্মৎ মানোয়ারা বেগমকে(৫৫) এলোপাতাড়ি মারধর করলে তাঁর সূর চিৎকার শুনে স্ত্রীকে বাচাতে গরুর খামারের বিল্ডিং থেকে ইব্রাহিম খলিল বের হয়ে আসলে ডাকাতরা রামদা দিয়ে বৃদ্ধা ইব্রাহিম খলিলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তার চারচালা ঘরে থাকা নগদ-২৫ হাজার টাকা,৫ ভরি স্বর্ণালঙ্কার,২ টি মোবাইল ফোন যার মূল্য-৩০ হাজার টাকা ও ১ টি চার্জ লাইট যার মূল্য-৩ হাজার টাকা ডাকাতি করে নিয়ে গেছে বলে জানায় আহত ইব্রাহিম খলিলের ছেলে রিয়াদ হাসানের স্ত্রী মোসাম্মৎ লিজা আক্তার।এদিকে আহত ইব্রাহিম খলিলের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় রাজধানীর শ্যামলীর মক্কা মদিনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
একই সময় একই বাড়ীর মৃত রমিজ উদ্দিনের ছেলে মালয়েশিয়া প্রবাসী আবুল কাসেম এর বিল্ডিংয়ের কেচি গেইটের তালা ভেঙ্গে সট প্যান্ট ও মুখোশ পরিহিত ৮ জনের একটি ডাকাত দল বিল্ডিংয়ের প্রথম দরজাটি ভেঙ্গে ভিতরে ডুকে তার স্ত্রী মোসাম্মৎ পারুল বেগমকে(৪৫) পিটিয়ে গুরুতর আহত করে তার কান ও গলা থেকে এবং স্টীলের আলমারি ভেঙ্গে দেড় ভরি স্বর্ণালঙ্কার,৫টি মোবাইল ফোন যার মূল্য-৬৩ হাজার টাকার ও নগদ-১৮ হাজার টাকা ডাকাতি করে করে নিয়ে যায় বলে জানায় মালয়েশিয়া প্রবাসী আবুল কাসেমের স্ত্রী মোসাম্মৎ পারুল বেগম।
একই রাতে একই পাড়ার মৃত আব্দুর কাদিরের ছেলে মোঃ হারুন মিয়া(৩৫) এর দু’চালা ঘরের দরজা লাথি মেরে সট প্যান্ট ও মুখোশ পরিহিত ১০-১২ জনের একটি ডাকাত দল ঘরের ভিতরে ডুকে ৭ ভরি রূপা,
২ টি মোবাইল ফোন যার মূল্য-৯ হাজার ৫’শ টাকা ও নগদ-৩ হাজার টাকা ডাকিত করে নিয়ে গেছে বলে জানায় হারুন মিয়ার স্ত্রী মোসাম্মৎ রোমা আক্তার।
এদিকে একই সময় একই পাড়ার মৃত জয়নাল আবেদীন সরকারের ছেলে আবু তাহের(৪৫)এর একচালা ঘরের দরজা ভঙ্গে সট প্যান্ট ও মুখোশ পরিহিত ১১-১২ জনের একটি ডাকাত দল তার হাত ও পা বেধে তাঁকে মারধর করে তার চারচালা ঘরের দরজা লোহার কাউয়াল দিয়ে খুলে ডাকাত দল ঘরের ভিতরে ডুকে স্টীলের আলমারি ভেঙ্গে নগদ-৫ হাজার টাকা,১০ ভরি রূপা,১ টি স্বর্ণের আংটি, বিদেশে পাঠানোর জন্য বিভিন্ন মালামাল যার মূল্য-৭ হাজার টাকা,২ টি মোবাইল ফোন যার মূল্য-১৫ হাজার টাকা,৩ টি বিদেশি চার্জ লাইট যার মূল্য-৭ হাজার টাকা, বাচ্চাদের বিদেশি খেলনা,ব্যবহারকৃত ১ টি দাউ ও ১ টি কাচি ডাকাতি করে নিয়ে গেছে বলে জানায় আবু তাহেরের স্ত্রী মোসাম্মৎ নাছিমা বেগম।
একই সময় একই বাড়ীর মৃত জয়নাল আবেদীনের ছেলে মালশিয়া প্রবাসী মোঃ বাবুল হোসেন(৩৯) এর চারচালা ঘরের দরজা লোহার কাউয়াল দিয়ে খুলে
সট প্যান্ট ও মুখোশ পরিহিত ৬ জনের একটি ডাকাত দল ঘরের ভিতরে ডুকে তার ছেলে আরিফুল ইসলামকে(১৩) গলায় ছুরি ধরে রেখে তার মা মোসাম্মৎ শ্যামলী আক্তার(৩৩)এর কাছ থেকে স্টীলের আলমারির চাবি নিয়ে স্টীলের আলমারি খুলে নগদ-১৫ হাজার টাকা,১ টি মোবাইল ফোন যার মূল্য-১৫ হাজার টাকা,২ টি বিদেশী চার্জ লাইট যার মূল্য-৯ হাজার টাকা,সাড়ে চার ভরি রূপার নূপুর ও আট আনি ওজনের স্বর্ণের জিনিস কান থেকে খুলে নিয়ে যায় বলে জানায় মালয়েশিয়া প্রবাসী মোঃ আবুল হোসেনের স্ত্রী মোসাম্মৎ শ্যামলী আক্তার।
এদিকে একই সময় একই গ্রামের মৃত মরম আলী প্রধানের ছিলে অবসর প্রাপ্ত নায়েক মোঃ সেলিম মেম্বার(৫৮)ঘর থেকে প্রসাব করতে বের হলে তাঁকে
৩ জন ডাকাত নারকেল গাছের সাথে পিচমড়া বেধে তার চারচালা ঘরের ভিতরে ডাকাত ডুকে তার সুকেসের ড্রয়ার লোহার কাউয়াল দিয়ে ড্রয়ারের তালা ভেঙ্গে ১ ভরি ওজনের স্বর্ণালংকার,১টি মোবাইল ফোন যার মূল্য-১০ হাজার টাকা,১টি ওয়াটারগ্রুপের হাত ঘরি যার মূল্য-২ হাজার টাকা ও নগদ-২৫ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায় বলে জানায় অবসর প্রাপ্ত নায়েক মোঃ সেলিম মেম্বার।একই সময় তার বড় ছেলে বড় ছেলে মোঃ মাসুদ আলম(৩৫) এর দুচালা ঘরের দরজা লাথি মরে দরজা খুলে সট প্যান্ট ও মুখোশ পরিহিত ৩ জন ডাকাত ঘরের ভিতরে ডুকে ১টি মোবাইল ফোন যার মূল্য যার মূল্য-১ হাজার টাকা ও নগদ-৭’শ টাকা নিয়ে গেছে বলে জানায় মোঃ মাসুদ আলমের স্ত্রী মোসাম্মৎ আসমা বেগম।একই সময় তার মেজ ছেলে মাহবুব আলম(৩৩) এর দুচালা ঘরে দরজা লাথি মেরে সট প্যান্ট ও মুখোশ পরিহিত ৫ জন ডাকাত ঘরের ভিতরে ডুকে ১টি মোবাইল ফোন যার মূল্য-২ হাজার টাকা ও নগদ-২ হাজার টাকা নিয়ে গেছে বলে জানায় মাসুদ আলমের স্ত্রী মোসাম্মৎ রোজিনা আক্তার।এদিকে তার ছোট ছেলে মোঃ সাদ্দাম হোসেন(২৭) এর দুচালা ঘরের দরজা লাথি মেরে দরজা ভেঙ্গে সট প্যান্ট ও মুখোশ পরিহিত ৪ জন ডাকাত ঘরের ভিতরে ডুকে তার হাত ও পা বেধে ২ টি মোবাইল ফোন যার মূল্য-১১ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায় বলে জানায় সাদ্দাম হোসেনের স্ত্রী মোসাম্মৎ শিল্পী আক্তার। একাধিক ডাকাতির ঘটনায় বিষয়ে ভুক্তভোগী পরিবার গুলোর সাথে কথা হলে তারা বলেন,সট প্যান্ট ও মুখোশ পরিহিত ৩০-৪০ জনের একটি ডাকাত দল জগতপুর ইউনিয়নের সেলিমপুর গ্রামে ডুকে বিভিন্ন ঘরে ডুকে দুর্ধর্ষ ডাকাতি করে চলে যায়।
২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার জগতপুর ইউনিয়নের ভূঁইয়া’র বাজারে শিরো দাসের মেইলের পাশে অপরিচিত ৭-৮ জনের একটি ডাকাত দলকে জনতা ধাওয়া দিলে তখন ডাকাত দল ভুট্টা খেতের ভিতরে ডুকে পড়ে।আশে পাশে অনেক গুলো ভুট্টা খেত হওয়ার সেই সুযোগে খুব কৌশলেই ডাকাত দল পালিয়ে যায় বলে বিশ্বস্ত এক সূত্রে জানা গেছে।তবে ডাকাতির আতংক কাটেনি এলাকাবাসীর। চোর-ডাকাতদের আতংকে এলাকাবাসী মসজিদের মাইকে মাইকিং করলে আশে পাশের বিভিন্ন গ্রামের মসজিদের মাইকে মাইকিং করা শুরু হলে উপজেলার জগতপুর,কৈয়ারপাড়,উজিরাকান্দি,ভাটিপাড়া,
কানাইনগর,মজিদপুর,মোহনপুর,বালুয়াকান্দি,
কাকিয়াখলী,সাতানী,একলারামপুর,সাহাবৃদ্ধি ও আলীরগাঁও সহ আশে পাশের গ্রামের মানুষ গুলো সারা রাত্র জেগে থাকে চোর ডাকাতের আতংকে।তবে তিতাসে এখন চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় নিয়মিত ঘুমোতে পারছেন না তিতাসের মানুষ!এহেন একাধিক চুরি ডাকাতির ঘটনাসহ নানা অপরাধ কর্মযজ্ঞের ঘটনায় সরজমিনে গিয়ে জানা যায়
২১শে ফেব্রুয়ারি রবিবার রাত ২ টার দিকে উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর উত্তর পাড়ার মৃত দুধ মিয়ার ছেলে মোঃ সিদ্দিকুর রহমান(৭০)এর বিল্ডিংয়ের এস এস গেইটের তালা ভেঙ্গে বিল্ডিংয়ের প্রথম দরজাটি ভেঙ্গে সট প্যান্ট ও মুখোশ পরিহিত ১০-১২ জনের একটি ডাকাত দল বিল্ডিংয়ের ভিতরে ডুকে সিদ্দিকুর রহমানকে (৭০)সহ তার বড় ছেলে মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ সুমনকে(২১) ও প্রতিবেশী ইদ্রিস আলীর ছেলে মোঃ শামীমকে(৩০) হাত,পা ও মুখ বেধে বেদম মারধর করে সিদ্দিকুর রহমানের স্ত্রী মোসাম্মৎ পিয়ারা বেগম(৬০) এর গলা থেকে দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ও ১ ভরি ওজনের কানের দুল,তার ছেলে জামাল হোসেনের স্ত্রী মোসাম্মৎ আমেনা আক্তার(২৫)এর গলা থেকে ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ও আট আনি ওজনের কানের দুল ও সুকেসের তালা ভেঙ্গে ২ ভরি ওজনের ৪ টি স্বর্ণের আংটি,৩০ টি কাপর যার মূল্য-২০ হাজার টাকা,৬ টি বিদেশী কম্বল যার মূল্য-২০ হাজার টাকা,৩ টি মোবাইল ফোন যার মূল্য-৭০ হাজার টাকা,১টি ডিএসেলার ক্যামেরা যার মূল্য-৮০ হাজার টাকা,১ টি বিদেশী ল্যাপটপ যার মূল্য-৫০ হাজার টাকা,নগদ ৫০ হাজার টাকা,সিদ্দিকুর রহমানের নাতনী আমেনা(১২) ও জাইফা(৩)দের গলা থেকে ২ ভরি ওজনের রূপার দুইটি চেইন, তাঁর ছেলের বউ মোসাম্মৎ আমেনা আক্তার এর বড় বোন শিল্পী আক্তার(৩৮)এর গলা থেকে ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ও আট আনি ওজনের কানের কানের জিনিস লুট করে নিয়ে যায় সট প্যান্ট ও মুখোর পরিত ১০-১২ জনের একটি ডাকাত দল বলে জানায় সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ আলাউদ্দিন।
১৪ ফেব্রুয়ারি রবিবার রাত ৯ টার দিকে বলরামপুর ইউনিয়নের উলুকান্দি গ্রামের মৃত সুবল সরকারের ছেলে সুমন সরকার (৩৫)এর গোয়ালঘর থেকে কালো রংয়ের একটি ৭ মাসের গাভীন গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় প্রতিবেশি আবুল কালাম আজাদের স্ত্রী রিনা বেগম টের পেয়ে টস লাইট মেরে কালো রংয়ের গরুটি নিয়ে যেতে দেখে ফেললে তখন চোর গরুটি ফেলে নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে যায় বলে জানায় গরুর মালিক সুমনের মা মরিয়ম বেগম।একই রাত ৩ টার দিকে কড়িকান্দি(সদর) ইউনিয়নের বন্দরামপুর গ্রামের মৃত আব্দু খন্দকারের ছেলে হাজিব খন্দকার (৩৫) এর দু’চালা ঘরের পূর্ব দিকে দু’টি সিদ কেটে দুচালা ঘরে ডুকে ১টি মোবাইল ফোন যার মূল্য-১২ হাজার টাকা,নগদ ৫ হাজার ৫’শ টাকা ও ইসলামী ব্যাংক গৌরীপুর শাখার একটি চেক বই চুরি করে নিয়ে যায় বলে জানায় হাজিব খন্দকারের স্ত্রী ফাতেমা।একই রাতে একই বাড়ীর মৃত মাহফুজ খন্দকারের ছেলে আবুল কাসেম (৭০) পায়খানায় গেলে এসুযোগে ঘরে চোর ডুকে ১টি মোবাইল ফোন,যার মূল্য-১ হাজার ৫শ’ টাকা ও গায়ের ১ টি বিদেশী চাদর যার মূল্য-৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে বলে জানায় আবুল কাসেম।
১৪ ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাত আড়াই টার দিকে উপজেলার সাতানী ইউনিয়নের উত্তর আকালিয়ার চকের বাড়ীর মৃত রশিদের ছেলে মজিবুর রহমান(৫০)এর ঘরের দরজা ভেঙ্গে সট প্যান্ট ও মুখোশ পরিহিত ১২-১৩ জনের একটি ডাকাত দল মজিবুর রহমানকেসহ তার স্ত্রী হাসনা বেগমকে(৪৫) তার মেয়ে মরিয়ম বেগমকে(২৫) তার স্বামী ইকবাল হোসেনকে(৩৫) হাত-পা ও মুখ বেধে বেদম মারধর করে নগদ-৫০’হাজার টাকা,সাড়ে ৪ ভড়ি স্বর্ণ ও ৩ টি মোবাইল ফোন যার মূল্য প্রায় ২০’হাজার টাকা ডাকাতি করে নিয়ে গেছে বলে জানায় মুজিবুর রহমান ।
১৩ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার মজিদপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের মৃত আজিজ বেপারীর ছেলে সৌদি প্রবাসী মোশারফ বেপারীর চারচালা ঘরের দরজা লোহার কাউয়াল দিয়ে খুলে সট প্যান্ট ও মুখোশ পরিহিত ১৫-১৬ জনের একটি ডাকাত দল ঘরে ডুকে প্রবাসী মোশারফের মেজ বোন আমিরুনকে(৩৬)হাত,পা ও মুখ বেধে গলা থেকে আট আনি ওজনের স্বর্ণের চেইন ও কান থেকে ১ ভরি ওজনের স্বর্ণের জিনিস,তাঁর স্ত্রী রানুকে(২৬)গলায় ছুরি ধরে মারধর করে সাত আনি ওজনের স্বর্ণের চেইন ও পাঁচ আনি ওজনের কানের জিনিস,তার মা মানোয়ারা
কে(৭০)বেধে গলা থেকে ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ও কানের জিনিস,৫ টি মোবাইল ফোন যার মূল্য -৪১ হাজার ২’শ টাকা,১ টি বিদেশী চার্জ লাইট যার মূল্য-৩ হাজার টাকা,২টি বিদেশী কম্বল যার মূল্য-১৪ হাজার টাকা,৭ ভরি রূপা ও নগদ ১ লক্ষ ১৫ হাজার টাকা ডাকাতি করে নিয়ে গেছে বলে জানায় প্রবাসী মোশারফের বোন সুমি আক্তারের জামাই মোঃ বাদল।এর আগেও আরো দুইবার প্রবাসী মোশারফ ব্যাপারীর ঘরে ডাকাতি হয়েছে বলে জানায় তিনি।এর সাপ্তাহ খানিক আগে একটি ডাকাত দল মৌটুপী গ্রামের মৃত হজরত আলীর ছেলে সৌদি প্রবাসী মোঃ সেলিম মিয়ার বিল্ডিংয়ের তালা ভেঙ্গে বিল্ডিংয়ের ভিতরে ডুকে আলমারি ভাংচুর করে তন্ন তন্ন করে স্বর্ণ গহেনা খোঁজে না পেয়ে নগদ-১ হাজার ৫’শ টাকা নিয়ে গেছে বলে বিশ্বস্ত এক সূত্রে জানা গেছে।
১৩ ফেব্রুয়ারি শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার কড়িকান্দি(সদর) ইউনিয়নের উত্তর আলীরগাঁও গ্রামে ডাকাত দল হানা দিলে গ্রামবাসী টের পেয়ে মসজিদের মাইকে মাইকিং করলে ডাকাত দল পালিয়ে যায় বলে বিশ্বস্ত এক সূত্রে জানা গেছে।
১২ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার সাতানী ইউনিয়নের দ্বিতীয় গোবিন্দপুর চকের বাড়ীর মোঃ খলিলুর রহমান(৬০)এর ছেলে সহদোর ভাই মোঃ ওমর ফারুক(৩০) ও মোঃ মাহবুবুর রহমান(২০)দের দু’টি দুচালা ঘরের দরজায় লাথি মেরে দরজা ভেঙ্গে সট প্যান্ট ও মুখোশ পরিহিত ৮-৯ জনের একটি ডাকাত দল দু’টি ঘর থেকে নগদ টাকাসহ মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে জানা যায় সটপ্যান্ট ও মুখোশ পরিহিত ৮-৯ জনের একটি ডাকাত দল সাতানী ইউনিয়নের দ্বিতীয় গোবিন্দপুর চকের বাড়ীর মৃত আহম্মদ পাঠানের ছেলে মোঃ খলিলুর রহমানকে(৬০) মারধর করলে তার সূর চিৎকারে বাবাকে বাঁচাতে দুচালা ঘরের অন্য রোম থেকে মাহবুবুর রহমান এগিয়ে আসলে ডাকাত দল ক্ষিপ্ত হয়ে খুলিলুর রহমান ও তার ছেলে মাহবুর রহমানের হাত,পা ও মুখ বেধে বেদম পিটিয়ে খলিলুর রহমানের স্ত্রী নাজমা(৪৫)এর দুই গালে দু’টি থাপ্পড় মেরে কান থেকে পাচ আনি ওজনের স্বর্ণের জিনিস ও ভাতের আলমারির তালা ভেঙ্গে ১ ভরি ওজনের রূপা,২টি টাংয়ের তালা ভেঙ্গে তার মেয়ে আলো আক্তার (১৯) এর ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ও পাঁচ আনি ওজনের স্বর্ণের কানের জাপটা,নগদ-৪০ হাজার টাকা,৩ টি মোবাইল ফোন যার মূল্য-১৩ হাজার ২’শ টাকা,তার ছেলে হাবিবুর রহমানের রেখ থেকে নগদ-২০ হাজার টাকা ও মানি ব্যাগ থেকে ৫ হাজার টাকা,খলিলুর রহমানের সাটের পকেট থেকে ৭’শ টাকা এবং তার বড় ছেলে মোঃ ওমর ফারুক (৩০)এর দু’চালা ঘরের দরজায় লাথি মেরে দুচালা ঘরের দরজা ভেঙ্গে ডাকাত দল তার ঘরে ডুকে সুকেসে রাখা চার আনি ওজনের স্বর্ণের আংটি, ৩টি মোবাইল ফোন যার মূল্য-৪০ হাজার টাকা,১টি বিদেশী মসলার মেশিন যার মূল্য-৩ হাজার টাকা,মাটির একটি ব্যাংক ভেঙ্গে প্রায় ১০ হাজার টাকা ও মানি ব্যাগ থেকে ৭ হাজার টাকা ডাকাতি করে নিয়ে গেছে বলে জানায় খলিলুর রহমানের স্ত্রী নাজমা বেগম।
১০ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাতে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের রতনপুরের হানিফ মিয়ার ঘর থেকে নগদ টাকাসহ অন্যান্য দামী জিনিস নিয়ে যায়। ঘরের লোকজন টের পেয়ে চিৎকার করলে ডাকাত দল হানিফ মিয়ার বউকে কুপিয়ে আহত করে।পরে মসজিদের মাইকে মাইকিং করলে ডাকাতদল মাইক্রো নিয়ে পালিয়ে যায়।
৯ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার জগতপুর ইউনিয়নের প্রথম দশানীপাড়ার দু’টি বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, রাত ২ টার দিকে প্রথম দশানী পাড়ার আবুল কাসেমের বিল্ডিং ও দু’চালা ঘরের তালা ভেঙ্গে নগদ টাকা,স্বর্ণালংকারসহ ৫ টি মোবাইল ফোন নিয়ে যায় সট প্যান্ট ও মুখোশ পরিহিত ১০-১২ জনের একটি ডাকাত দল। মৃত আব্দুল হামিদের ছেলে আবুল কাসেমকে (৬০) পিঠে কুপিয়ে গুরুতর আহত করে ও তার স্ত্রী শাহিনা বেগমকে(৪৫)গলায় ছুরি ধরে রেখে মারধর করে বিল্ডিং ও দু’চালা ঘর থেকে নগদ টাকা,স্বর্ণ অলংকারসহ ৫ টি মোবাইল ফোন ডাকাতি করে গেছে বলে অভিযোগ উঠেছে।গুরুতর আহত আবুল কাসেমকে বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।তার পিটে ছয়টি সেলাই করা হয়েছে।
আহত আবুল কাসেমের মেয়ে রোজিনা জানায় ১০-১২ জনের সট প্যান্ট ও মুখোশ পরিহিত ডাকাত দল বিল্ডিং ও দুচালা ঘরের তালা ভেঙ্গে বাবাকে কুপিয়ে গুরুতর আহত করে আমার মায়ের গলায় ছুরি ধরে হাতে ও পিটে লাঠি দিয়ে মারধর করে আমার মায়ের গলা থেকে ১ ভরি ওজের স্বর্ণের চেইন ও আট আনি ওজনের কানের দুল,বড় ভাই সোহেলের স্ত্রী কুহিনূরকে মারধর করে তার গলা থেকে ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ও আট আনি ওজনের কানের জিনিস,মেজ ভাই জুয়েলের স্ত্রী জুমির গলা থেকে সাত আনি ওজনের স্বর্ণের চেইন ও পাঁচ আনি ওজনের কানের জিনিস,বিল্ডিং রোমের টেবিলের উপর রাখা ব্যাগ থেকে দেড় ভরি ওজনের ৩ টি স্বর্ণের আংটি,নগদ-২ হাজার ৫’শ টাকা ও ৫ টি মোবাইল ফোন ১টি আইফোন যার মূল্য-৭০ হাজার টাকা, দু’টি হাওয়াইফোন,যার মূল্য-৭৩ হাজার টাকা,স্যামসাং মোবাইল ফোন,যার মূল্য-১৬ হাজার টাকা, নকেয়া মোবাইল ফোন যার মূল্য-৪ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়।
এদিকে একই রাতে একই পাড়ার মৃত লাল মিয়ার ছেলে জহর মিয়া (৬০) এর বিল্ডিং ও দু’চালা ঘরের তালা ভেঙ্গে তাঁর হাত,পা ও মুখ বেঁধে তাঁর স্ত্রী বানু বেগমের গলা থেকে ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ও
১ ভরি ওজনের কানের জিনিস,২টি মোবাইল ফোন,১টি স্যামসাং যার মূল্য-২০’হাজার টাকা,১টি মোবাইল ফোন যার মূল্য-৮ হাজার টাকা, ২ টি বিদেশী চার্জলাইট যার মূল্য-৮ হাজার টাকা,বিল্ডিং থেকে নগদ-৩০’হাজার টাকা ও দু’চালা ঘর থেকে প্লাস্টিকের ব্যাংক কেটে ২০ হাজার টাকা ও বিদেশী মসলার মেশিন যার মূল্য- ৩ হাজার টাকা ডাকাতি করে নিয়ে গেছে বলে জানায় জহর মিয়ার ছেলের বউ সারমিন।
৯ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বাতাকান্দি সরকার বাড়ীর মৃত দেলোয়ার হোসেন সরকারের ছেলে মেসার্স শাহ আমানত ট্রেডার্সের প্রোঃ মোঃ রুবেল সরকারের বাতাকান্দি বাজারের চাউলের গোডাউনের তালা ভেঙ্গে ৪৪ বস্তা চাউল নিয়ে গেছে ডাকাত দল। যার মূল্যে আনুমানিক ১ লক্ষ টাকা বলে জানায় মেসার্স শাহ আমানত ট্রেডার্সের প্রোঃ মোঃ রুবেল সরকার।
৯ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত দেড় টার দিকে উপজেলার মজিদপুর ইউনিয়নের কাখিয়াখালী গ্রামের মৃত সোলেমানের ছেলে মোঃ গিয়াস উদ্দিন (৬০) এর ঘরের দরজা লোহার কাউয়াল দিয়ে খুলে সটপ্যান্ট ও মুখোশ পরিহিত ১০-১২ জনের একটি ডাকাত দল তার ঘরে ডুকে তার মাথায় ও ডান হাতে কুপিয়ে সুকেসের ড্রয়ার ভেঙ্গে নগদ-৩০ হাজার টাকা,তিন আনি ওজনের স্বর্ণের জিনিস,৩ ভরি রূপাসহ তাঁর মা অজুফা খাতুনকে(৮০)মুখে চাপ দিয়ে ধরে রেখে সাত আনি ওজনের স্বর্ণের জিনিস কান থেকে খুলে নিয়ে যায় এবং ১ টি মোবাইল ফোন যার মূল্য-১ হাজার ২’শ টাকা, ২টি বিদেশী টস লাইট যার মূল্য-১ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায় বলে জানায় তার মেয়ে শিরিনা আক্তার।
৭ ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কড়িকান্দি(সদর) ইউনিয়নের চর রাজাপুর বেপারী বাড়িতে দেশীয় অস্ত্রের মুখে সট প্যান্ট ও মুখোশ পরিহিত ১২-১৫ জনের একটি ডাকাত দল ঐ বাড়িতে অস্ত্রের মুখে সাইফুল ইসলামের স্ত্রী গৃহবধূ রোজিনাকে গণধর্ষণের হুমকি দিয়ে প্রতিটি কক্ষের তালা ভেঙ্গে প্রায় ১৭ লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায় বলে জানায় সাইফুল ইসলাম।
৫ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার জগতপুর ইউনিয়নের কৈয়ারপাড় গ্রামের মৃত তজমুদ্দিন হাজীর ছেলে আব্দুল কাদির(৯০) এর বিল্ডিংয়ের দরজা লোহার কাউয়াল দিয়ে খুলে সট প্যান্ট ও মুখোশ পরিহিত ১০-১২ জনের একটি ডাকাত দল বিল্ডিংয়ের ভিতরে ডুকে রামদা দিয়ে আব্দুল কাদিরের বাম হাতের ডেনায় আঘাত করলে সে আঘাতের যন্ত্রনায় চিৎকারে তার বড় ছেলে মোঃ খোকনের স্ত্রী মোসাম্মৎ পারুল বেগম তার শশুরকে বাঁচাতে এগিয়ে আসলে ডাকাত দল তার গলায় ছুরি ধরে রেখে তাঁকে বেদম মারধর করে তার সূর চিৎকার শুনে পারুল বেগমকে বাঁচাতে তার মেয়ে সাকিবা আক্তার এগিয়ে আসলে ডাকাত দল পারুল বেগমকে ও তার মেয়ে সাকিবা আক্তারকে এলোপাতাড়ী কুপিয়ে গুরুতর আহত করে এবং আব্দুল কাদিরের ছোট ছেলে মোঃ স্বপনের স্ত্রী মোসাম্মৎ রাহিমা বেগমকে(২০) পিটিয়ে আহত করে তার শাশুড়ি সালেহা খাতুনকে(৫০)গলায় ছুরি ধরে আট আনি ওজের স্বর্ণের চেইন ও ছয় আনি ওজনের কানের জিনিস,১ভরি ওজনের রূপার চেইন ও আলমারি খুলে নগদ-১ লক্ষ টাকা,২টি মোবাইল ফোন যার মল্য-৮০ হাজার টাকা,২টি বিদেশী চার্জ লাইট যার মূল্য-৩ হাজার টাকা ডাকাতি করে নিয়ে গেছে বলে জানায় আব্দুল কাদির।এদিকে গুরুতর আহত পারুল বেগম ও তার মেয়ে সাকিবা আক্তারের অবস্থা আসংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে তাদেরকে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানায় তার শশুর আব্দুল কাদির।
৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতের ভোর ৫ টার দিকে উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি গ্রামের মৃত মুন্সী মুতি ব্যাপারীর ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন মুন্সীর বাড়ীতে চোর ডুকে তাঁর ব্যবহিত (ইয়ামা) মোটর সাইকেলটি চুরি করে নিয়ে গেছে বলে জানায় মোটরসাইকেলের মালিম মোঃ আলাউদ্দিন মুন্সী।
১১ জানুয়ারি রবিবার দিবাগত রাত দেড় টার দিকে উপজেলার কড়িকান্দি(সদর) ইউনিয়নের আলীরগাঁও গ্রামের তালেব হোসেন এর ছেলে মোঃ এলাহি মিয়া(৫০) এর বিল্ডিংয়ের ছাদের উপর দিয়ে সট প্যান্ট ও মাক্স পরিহিত ২৫-৩০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র রামদা,বড় ছুরি,লোহার কাউয়াল ও লোহার শাবাল নিয়ে বিল্ডিংয়ের ভিতরে ডুকে কাউয়াল দিয়ে বিল্ডিংয়ের প্রথম দরজাটি খুলে বিল্ডিংয়ের ভিতরে ডুকে এলাহি মিয়ার হাত ও পা বেধে তার গালে চর থাপ্পড় মারে এবংতাঁর বড় ছেলে মোঃ ফিরোজ মিয়ার স্ত্রী মোসাম্মৎ তানহা আক্তার(২২) এর গালে চর থাপ্পড় মেরে ৪ ভরি স্বর্ণালংকার,১টি মোবাইল ফোন যার মূল্য-৩০হাজার টাকা,৭ টি বিদেশী কম্বল যার মূল্য-১৪ হাজার টাকা,১টি লোহার দাউ ও নগদ-৫০ হাজার টাকা ডাকাতি করে নিয়ে গেছে বলে জানায় মোঃ এলাহি মিয়া।এদিকে আইনের লোক পরিচয় দিয়ে একই রাতে একই গ্রামের মৃত মনু মিয়া ব্যাপারীর ছেলে মোঃ বাবুল মিয়া(৫৫) এর চারচালা ঘরের দরজা খুলতে বললে, তিনি বলেন, আপনারা যদি আইনের লোক হয়ে থাকেন। তাহলে সকালে আইসেন তখন তাঁর প্রতি ক্ষিপ্ত হয়ে সট প্যান্ট ও মাক্স পরিহিত ২৫-৩০ জনের একটি ডাকাত দল তাঁর চারচালা ঘরের দরজাটি ভেঙ্গে ঘরের ভিতরে ডুকে বাবুল মিয়ার দুই হাতে পিছমোড়া বাধ দিয়ে তাকে কয়েকটি কিলঘুষি মারলে তার স্ত্রী বেবী বেগম(৪০)বাধা দিলে ডাকাত দল বেবী বেগমের নাকে ও মুখে এলোপাতাড়ি কিলঘুষি মারলে তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে। তখন তার সূর চিৎকারে ছেলে মোঃ লিটন মিয়া’র স্ত্রী মোসাম্মৎ রোমিনা আক্তার(২০) শাশুড়িকে বাঁচাতে এগিয়ে আসলে ডাকাত দল তাঁর দুই গালে দু’টি থাপ্পড় দিয়ে তাঁর গলা থেকে স্বর্ণের চেইন,কানের জিনিস,তাঁর শাশুড়ি বেবী বেগমের গলা থেকে স্বর্ণের চেইন,কানের জিনিস ও স্টীলের আলমারি ভেঙ্গে স্বর্ণালংকার ও নগদ-১ লক্ষ ৫০ হাজার টাকাসহ মোট ৮ ভরি স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে গেছে বলে জানায় বাবুল মিয়ার স্ত্রী বেবী বেগম।
২৩ জানুয়ারি শনিবার দিবাগত রাতের কোনো এক প্রহরে উপজেলার বলরামপুর ইউনিয়নের ছাত্র লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার মাসুম এর দক্ষিণ আকালিয়ার বাড়ীতে চোর ডুকে তাঁর ব্যবহিত মোটর সাইকেলটি চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। যার মূল্য ৬৫ হাজার টাকা বলে জানায় মোটর সাইকেলের মালিক গোলাম সারোয়ার মাসুম।
১৭ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের জগতপুর গ্রামের মৃত সুরুজ সরকারের ছেলে হাজী মোঃ সুলতান সরকার(৫৫) এর বিল্ডিংয়ের কেচি গেইটের তালা কেটে সট প্যান্ট ও মুখোশ পরিহিত দেশীয় অস্ত্র রামদা,ছুরি ও লোহার কাউয়াল নিয়ে ১০-১২ জনের একটি ডাকাত দল বিল্ডিংয়ের প্রথম দরজাটি লোহার কাউয়াল দিয়ে খুলে বিল্ডিংয়ের ভিতরে ডুকে হাজী মোঃ সুলতান সরকারকেসহ তার স্ত্রী আফিয়া বেগমকে(৪৫) তার মেয়ে মোসাম্মৎ রাবেয়া সুলতানাকে(৩৫) তার ছেলে মোঃ ফাহিমকে(১৫) বিল্ডিংয়ের একটি রোমে আটক রেখে বিল্ডিং থেকে ১২ ভরি স্বর্ণালংকার,৪ টি মোবাইল ফোন যার মূল্য- ১ লক্ষ টাকা,২টি বিদেশী কম্বল যার মূল্য- ১০ হাজার টাকা,ছোট্ট বাচ্চার কয়েক সেট জামাকাপড় যার মূল্য- ৫ হাজার টাকা ও নগদ ৫০ হাজার টাকা ডাকাতি করে নিয়ে গেছে বলে ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ উঠেছে।এর আগে বিল্ডিংয়ের অন্য রোম থেকে হাজী মোঃ সুলতান সরকারের ছেলে মোঃ রাজিব সরকার (৩০) বের হয়ে এসে ডাকাত দলকে প্রতিহত করার চেষ্টা করলে ডাকাত দল রমদা দিয়ে রাজিব সরকারের পিটে কুপিয়ে চলে যায়।তার অবস্থা আসংকা জনক হওয়ায় তাকে চিকিৎসা দেয়ার জন্য তাৎক্ষনিক দুলারামপুর বাজারের ডাঃ আবু ইউসুফ এর কাছে নিয়ে গেলে রাজিব সরকারের পিটে ছয়টি সেলাই করে তাকে উন্নত চিকিৎসার দেয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।সেখানে ৩ দিন ভর্তি থেকে উন্নত চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে রাজিব সরকার বাড়ীতে চলে আসে বলে জানায় তাঁর বোন মোসাম্মৎ রাবেয়া সুলতানার স্বামী মোঃ কামাল পারভেজ।
২৯ শে ডিসেম্বর মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার মাছিমপুর বাজারের মিতালী ডিজিটাল স্টুডিও এন্ড ভিডিও দোকানের সাটার কেটে দোকানের ভিতরে চোর ডুকে ২ টি ক্যামেরা,১টি মোবাইল ফোন ও নগদ-২৪ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে বলে জানায় মিতালী ডিজিটাল স্টুডিও এন্ড ভিডিও দোকানের মালিক তাপস রায়।
৫ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাতে উপজেলার মজিদপুর ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের সৌদি প্রবাসী মোঃ মুক্ত হোসেন এর বাড়ীতে দুর্ধর্ষ চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।জানা যায় তাঁরা পাঁচ ভাই প্রবাসে থাকায় তাঁর মা ও ছোট ভাইয়ের স্ত্রী শিপাকে নিয়ে বাড়ীতে বসবাস করেন। ঘটনার দুই দিন আগে বাচ্চা প্রসব করার জন্য তাঁর ভাবি শিপাকে ঢাকা নিয়ে যায়।ওই বাড়ীতে কোনো লোক না থাকায় ফাঁকা বাড়ী পেয়ে এ সুযোগে দরজা ভেঙ্গে ভিতরে চুর ডুকে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ-৫ লক্ষ টাকা ও ১ টি ৫২ ইঞ্চি এলইডি টিভিসহ বিভিন্ন আসবাবপত্র হাতিয়ে নিয়ে যায় চোরেরা।পূর্বের শত্রুতার জের ধরে এঘটনা ঘটতে পারে বলে ধারনা করেন তাঁরা।
৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে জগতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন এর মোটরসাইকেলটি উপজেলার বাতাকান্দি মুরগী বাজার মোবারক এর বাড়ীর সামনে থেকে চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।অভিযোগ সূত্রে জানা যায় মোটরসাইকেলের নাম (ডিসকাভার-১২৫) সিসি যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো হ-২৬৮৮৪৫,ইনজিল নংJZZWGL-৪৫৯৮৪,চেসিস নং MD2A15B Z2GWL-৯২৭৭৯।আনুমানিক বেলা আড়াই টার দিকে বাতাকান্দি মুরগী বাজারে মোটরসাইকেলটি রেখে মোবারক এর বাসায় খাবার খাওয়ার জন্য যায় দেলোয়ার হোসেন।খাবার শেষে ফিরে এসে দেখে রেখে যাওয়া মোটরসাইকেলটি নেই। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করার পরও কোনো সন্ধান মেলেনি মোটরসাইকেলটির। যার মূল্য-১ লক্ষ ৪০ হাজার টাকা বলে জানায় মোটরসাইকেলের মালিক জগতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।
৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাতের কোনো এক প্রহরে তিতাস উপজেলার বাউন্ডারী ভিতরে সাব রেজিস্ট্রার অফিসের দরজার গিরিল কেটে ভিতরে ডুকে চোর চক্র। এসময় অফিসে রক্ষিত ১৫ হাজার ৭’শ ৫৫ টাকা চুরি করে নিয়ে যায় এবং অফিসের ৪ টি স্টীলের আলমারি ও ৩ টি টেবিল ওয়ারড্রয়ার ভেঙ্গে কাগজ পত্র তছনছ করে ফেলে যায় চোর চক্র। এরপরের দিন বুধবার সকালে অফিস সহকারী মাহবুব অফিসে এসে দেখে প্রধান দরজার তালা খুলে ভিতরে ডুকে দেখতে পায় অফিসের সকল আলমারি খোলা এবং প্রতিটি টেবিলের ড্রয়ার উপরে পরে আছে কাগজ পত্র তছনছ করা অবস্থায় পড়ে রয়েছে।মাহবুব তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তারকে চুরি ঘটনা জানালে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকারকে ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলামকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।এবিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ আহসানুল ইসলাম সাংবাদিকদের বলেন, সাব রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী মানোয়ারা বেগম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছে।তার-ই আলোকে চোর চক্র করে সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।
১৬ আগস্ট রবিবার দিবাগত রাতের কোনো এক প্রহরে উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামের সৌদি প্রবাসী মোঃ মোস্তাক ব্যাপারীর ছেলে মোঃ তারেক এর ব্যবহিত(ইয়ামা আর-১৫ বি-২) মোটরসাইকেলটি তার বাড়ী থেকে চুরি করে নিয়ে যায়। যার মূল্য-১ লক্ষ ২০ হাজার টাকা বলে জানায় মোটরসাইকেলের মালিক মোঃ তারেক।
১৮ জুলাই মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক প্রহরে উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামের সুনিল মিস্ত্রির ছেলে বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী সঞ্জয় চন্দ্র দাসের বাড়ীতে চুর ডুকে তার ব্যবহিত(লাল রংয়ের ডিসকভার-১০২০৫, যার নম্বর কুমিল্লা ১৩৭১০১) মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।যার রেজিস্ট্রেশনসহ মূল্য-১ লক্ষ ৬৩ হাজার টাকা বলে জানায় মোটরসাইকেলের মালিক বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী সঞ্জয় চন্দ্র দাস।
এছাড়া মাছিমপুর বাজারের আরিফা স্টোরে রাত ২ টায় চোর ডুকে ২’লক্ষ-৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে জানায় আরিফা স্টোরের প্রোঃ মোঃ রিপন মিয়া।একই বাজারে রাতের কোনো এক প্রহরে কাজী রবিউল খান টেলিকমের সাটারের তালা কেটে চোর ডুকে নগদ-১ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে বলে জানায় কাজী রবিউল খান টেলিকমের প্রোঃ কাজী রবিউল আওয়াল খান।
একই রাতে মাছিমপুর বাজারের ত্রীনার্থ স্টোরের সাটারের তালা কেটে চোর ডুকে নগদ-২০ হাজার টাকা ও ৭ হাজার টাকা মূল্যের একটি হাত ঘরি চুরি করে নিয়ে গেছে বলে জানায় ত্রীনার্থ স্টোরের প্রোঃ বিমল দেব নার্থ।
এর আগেও মাছিমপুর বাজারের দিনদুপুরে আকাশ স্টোরের চালের টিন কেটে চোর ডুকে নগদ-৭০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে বলে জানায় আকাশ স্টোরের প্রোঃ নুর মোহাম্মদ। এছাড়াও মাছিমপুর গ্রামের মোঃ লাল মিয়ার ছেলে কবুতর ব্যবসায়ী মোঃ জুয়েল মিয়ার বাড়ীতে রাতের কোনো এক প্রহরে চুর ডুকে ৫ লক্ষ টাকার বিদেশী কবুতর গুলো চুরি করে নিয়ে গেছে বলে জানায় কবুতর ব্যবসায়ী মোঃ জুয়েল মিয়া।
এছাড়া উপজেলা সদর কড়িকান্দি বাজারে শুক্রবার জম্মার নামাজের সময় ৩ টি দোকান থেকে ৭ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।এর আগেও রাতের কোনো এক প্রহরে কড়িকান্দি বাজারের ভূঁইয়া ইলেকট্রনিকের দোকানে ডাকাত দল ডুকে ৭ টি টিভি,২টি ফ্রিজ,১০ টি ফ্যানসহ দোকান থেকে ইলেকট্রনিকের বিভিন্ন মালামাল লুটে নিয়ে যায় বলে জানায় কড়িকান্দি(সদর)ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভূঁইয়া ইলেকট্রনিকের প্রোঃ মোঃ ছাইদুর রহমান ভূঁইয়া।
এর আগেও তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের ডাঃ হাসেম মিয়ার ছেলে চট্টগ্রামের বিশিষ্ট কাপর ব্যবসায়ী মোঃ বাবুল মিয়ার বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।মুখোশ পরিহিত ২০-২৫ জনের একটি ডাকাত দল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বলরামপুর ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের ডাঃ হাসেম মিয়ার ছেলে চট্টগ্রামে বিশিষ্ট কাপর ব্যবসায়ী মোঃ বাবুল মিয়ার বিল্ডিংয়ের কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে বিল্ডিংয়ের ভিতরে ডুকে ৮ জনকে হাত ও পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে ৬ টি রোমের স্টীলের আলমারি ও ওয়ার ড্রব ভেঙ্গে নগদ১৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণ গহেনা, ৫ ভরি ওজনের ডাইমন্ড ও নগদ- ৭ লক্ষ টাকাসহ প্রায় ২০ লক্ষ টাকা লুটে নিয়ে গেছে বলে জানায় বাবুল মিয়ার বড় ভাই ডাঃ মহসীন।
এছাড়া তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের
উলুকান্দি গ্রামের মৃত আব্দুর খালেক মুন্সীর ছেলে মোঃ মঙ্গল মুন্সীর বাড়ীতে রাতের কোনো এক প্রহরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডাকাত দল মঙ্গল মুন্সীর ছেলে মোঃ রিপন মুন্সীর বিল্ডিংয়ের গেইটের তালা ভেঙ্গে নগদ টাকা,স্বর্ণালংকার ও কয়েকটি মোবাইল ফোনসহ আরো অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় বলে জানা গেছে।একই সময় তার ছোট ছেলে মোঃ বিল্লাল হোসেন এর দু’চালা ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভিতরে ডাকাত ডুকে নগদ টাকা,স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুটে করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে।
একই কায়দায় তিতাসের বিভিন্ন গ্রামে আরো কয়েকটি ডাকাতির ঘটনা ঘঠেছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ উঠেছে তিতাস উপজেলায় প্রতিদিনই ঘঠছে চুরি-ডাকাতিসহ নানা অপরাধ মূলক কর্মযজ্ঞের ঘটনা।এহেন একাধিক চুরি ডাকাতির ঘটনায় যেনো মগের মুল্লুকে পরিনত হয়েছে তিতাস।এই মাগের মুল্লুকে বসবাস করছে তিতাসের মানুষ! এহেন একাধিক চুরি ডাকাতি মূলক নানা অপরাধ কর্মযজ্ঞের ঘটনায় কারোই যেনো নেই কোনো মাথা ব্যথা ও করোই যেনো কিছু করার নেই?এতে চরম অসহায়ত্বে মধ্যে জীবনযাপন করছে তিতাসে মানুষ। এদিকে একাধিক চুরি-ডাকাতি মূলক নানা অপরাধ কর্মযজ্ঞের ঘটনায় তিতাস থানা পুলিশের চরম আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলে জানায় এলাকার সুশীল সমাজ।
একাধিক ডাকাতির বিষয়ে তিতাস থানার ওসি(তদন্ত) শহিদুল ইসলামের মোবাইল ফোনে কল করা হলে তিনি বলেন,ডাকাতদের চিহ্নিত করার চেষ্টা করতেছি এবং পুলিশের টহল কঠিন আকারে জোরদার করে দিয়েছি। ডাকাতদের আইডেন্টিটি ফাই করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিতাসে বৃদ্ধা ইব্রাহিমকে কুপিয়ে দুর্ধর্ষ ডাকাতি

তিতাসে বৃদ্ধা ইব্রাহিমকে কুপিয়ে দুর্ধর্ষ ডাকাতি

Facebook Comments
৪৩ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি