এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা) প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
কুমিল্লার তিতাস উপজেলা চররাজাপুর-নয়াকান্দি বাজারের সড়কের মধ্যে তিতাস নদীতে ব্রীজ নেই।একটি ব্রীজের অভাবে বাঁশের সাঁকোর উপর দিয়েই মানুষ চলাচলের একমাত্র ভরসা।এলাকাবাসীর সূত্রে জানা যায়,প্রায় ১০ বছর যাবৎ চররাজাপুর-নায়াকান্দি বাজারের সড়কের মধ্যে তিতাস নদীতে ব্রীজের অভাবে জনদুর্ভোগের মধ্যে দিয়ে বাঁশের সাঁকোর উপর দিয়েই চলাচল করছে মানুষ।স্থানীয়দের দাবি চররাজাপুর-নয়াকান্দি বাজারের সড়কের মধ্যে তিতাস নদীতে ব্রীজের অভাবে ১৪ থেকে ১৫ টি গ্রামের ২ থেকে ৩ হাজার মানুষ প্রতিদিনই চরম ভোগান্তির মধ্যে দিয়ে ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোর উপর দিয়ে চলাচল করছে।চররাজাপুর-নায়াকান্দি বাজারের সড়কের মধ্যে তিতাস নদীতে ব্রীজ না থাকায় যাতায়াতকারী মানুষের চরম ভোগান্তি দেখে তাঁদের সুবিধার্থে নিজ ব্যয়ে চররাজাপুর-নয়াকান্দি বাজারের সড়কের মধ্যে তিতাস নদীতে একটি বাঁশের সাঁকো নির্মান করে দেন উপজেলা তাঁলীগের সদস্য সচিব মো.শাহ জালাল মুন্সী।তিনি বলেন,আমাদের তিতাস উপজেলার চররাজাপুর-নয়াকান্দি বাজারের সড়কের মধ্যে তিতাস নদীতে ব্রীজের অভাবে প্রতিদিনই ১৪ থেকে ১৫ টি গ্রামের ২ থেকে ৩ হাজার মানুষ যাতায়াত করে এই সড়ক দিয়ে।যাতায়াতকারীদের কথা চিন্তা করে চররাজাপুর-নয়া কান্দি বাজারের সড়কের মধ্যে তিতাস নদীতে একটি বাঁশের সাঁকো নির্মান করে দেই।চররাজাপুর-নয়াকান্দি বাজারের সড়কের মধ্যে তিতাস নদীতে একটি ব্রীজ নির্মান করে দেওয়ার জন্য কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরী(সিআইপি)’র সুদৃষ্টি কামনা করেছেন উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব মো. শাহ জালাল মুন্সী।