এস এ ডিউক ভূঁইয়া-
তিতাস(কুমিল্লা)প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলার বাঘাইরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির মোল্লা সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় তাঁর পরিবারকে আর্থিক অনুদান হিসেবে ৩ লাখ ২০ হাজার টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে।উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ২৭ হাজার ৬ শ ও উপজেলার বিভিন্ন সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের দেয়া ২ লাখ ৯৯ হাজার ৪ শ টাকাসহ মোট দেয়া ৩ লাখ ২০ হাজার টাকার অনুদান ১৬ জুন বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সঞ্চয়পত্র নিহত শিক্ষক হুমায়ুন কবির মোল্লার পিতা মো.দানু মোল্লার হাতে তুলে দেয়া হয়।উপজেলা নির্বাহী অফিসার
(ইউএনও)মোছাম্মৎ রাশেদা আক্তারের সভাপতিত্বে এই সঞ্চয়পত্র প্রদানের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শরিফ মো.রফিকুল ইসলাম,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো.কামাল হোসেন ও আবদুল সালাম।শিক্ষক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মো.শাখাওয়াত হোসেন,আক্তার হোসেন,মো.বদিউল আলম ভুঁইয়া, মাহবুবুল হক সরকার,কামাল হোসেন,নাজমুল হোসেন ও মোয়াজ্জেম হোসেন প্রমুখ।উল্লেখ্য,গত ২২ মে সকালে প্রবাসী বন্ধুর বাবাকে চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে নেওয়ার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহা-সড়কে কুমিল্লার তিতাস থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে উল্টো পথে আসা একটি বেপরোয়াগতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষক নিহত হয়।নিহত দুইজন হলেন-তিতাস উপজেলার বাঘাইরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির মোল্লা। সে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর সরকার বাড়ি গ্রামের দানু মোল্লার ছেলে। ইউনিটি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.ফারুক হোসেন। সে একই ইউনিয়নের গোপালপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।এদের মধ্যে মরহুম হুমায়ুন কবির মোল্লার পরিবার অসহায় হওয়ায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষকদের দেয়া অনুদান তাঁর পরিবারকে প্রদান করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]