এস এ ডিউক ভূঁইয়া- তিতাস(কুমিল্লা)থেকেঃ কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের উত্তর শ্রী নারায়ণকান্দিতে হাইড্রোপানিক্স পদ্ধতিতে বাঙ্গী(চিন্দ্রা)চাষ করা হয়েছে।এবিষয়ে সরজমিনে অনুসন্ধান গিয়ে জানা যায় উপজেলার ৩ নং বলরামপুর ইউনিয়নের উত্তর শ্রী নারায়ণকান্দি গ্রামের কবির উদ্দিনের স্ত্রী মোসাম্মৎ লিপি আক্তার হাইড্রোপনিক্স পদ্ধতিতে বাঙ্গী (চিন্দ্রা) চাষ করেছেন।
উপজেলার বলরামপুর ইউনিয়নের উত্তর শ্রী নারায়ণকান্দি গ্রামের কবির উদ্দিনের স্ত্রী মোসাম্মৎ লিপি আক্তারকে প্রযুক্তিগত পরামর্শ দিয়ে যাচ্ছেন উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি অফিসার বাবুল চন্দ্র তালুকদার।