এস এ ডিউক ভূঁইয়া-তিতাস
(কুমিল্লা)প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলায় ১৯১ ক্যান বিয়ারসহ সাহিদ নামের ১ জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত সাহিদ (৩০) উপজেলার দড়িকান্দি গ্রামের দক্ষিণ পাড়ার সিদ্দিক মিয়ার ছেলে।এসময় তার সাথে থাকা জিয়ারকান্দি ইউনিয়নে নোয়াগাঁও গ্রামের কবির হোসেনের ছেলে রাহাত(২২)
পালিয়ে যায়।১৩ জুলাই মঙ্গলবার রাত আনুমানিক ১১ টায় তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুধীন চন্দ্র দাস এর দিক নির্দেশনায় এসআই ইমরুল,প্রনব ও এ এসআই সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার দড়িকান্দি গ্রামের দক্ষিণ পাড়া সাহিদের ঘরের চকির নিচ থেকে ১৯১ ক্যান বিয়ারসহ সাহিদকে আটক করা হয়।তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুধীন চন্দ্র দাস বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে রাত আনুমানিক ১১টায় উপজেলার দড়িকান্দি গ্রামের দক্ষিণ পাড়া সাহিদের ঘর থেকে কার্টুনের মধ্যে থাকা ১৯১ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। সাহিদ ও রাহাত একসাথে কাজ করতো।রাহাত পালিয়ে যায় এবং সাহিদকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায় আইনগত ভাবে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এদের পেছনে কারা কারা কাজ করে তাদেরকে ফাইন্ড আউট করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]