এস এ ডিউক ভূঁইয়া-
তিতাস(কুমিল্লা)প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলায় ৫৪০ পিস ভারতীয় শাড়ি কাপড়সহ ড্রাইভার ও কার্ভড ভ্যান আটক করেছে তিতাস থানা পুলিশ।শুক্রবার বেলা ২ টায় উপজেলার জিয়ারকান্দি গোমতী ব্রিজের উত্তর পাড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো-ন ১৯-২০১৩ কার্ভড ভ্যানটি আটক করে এস আই আব্দুল করিম ও এস আই সুমন।এসময় কার্ভড ব্যানটি তল্লাশী করে ৭টি গাইড দেখতে পেয়ে পুলিশ চালকসহ কার্ভড ব্যানটি থানায় নিয়ে এসে গাইড গুলি খুলে বিভিন্ন ক্লারের ৫৪০পিস ভারতীয় শাড়ি পাওয়া গেছে।আটককৃত কার্ভড ব্যান চালক মেহেদি হাসান বাবু (২২),পিতা জহির মোল্লা,গ্রাম বর্ণি,থানা মোখছেদপুর,
জেলা গোপালগঞ্জ জানায়, কুমিল্লা বিশ্বরোড থেকে গাইড লোড করে দিয়েছে ঢাকা যাওয়ার জন্য।তিতাসে ডুকলে পুলিশ তাকে আটক করে।তিতাস থানা পুলিশের এস আই আব্দুল করিম ও এস আই সুমন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে কার্ভড ভ্যানটি আটক করি এবং তল্লাশি করে ৭টি গাইডের মধ্যে বিভিন্ন ক্লারের ৫৪০ পিস ভারতীয় শাড়ি পাই। তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন,গোপন সংবাদের ভিত্তিতে এস আই আব্দুল করিম ও এস আই সুমন ভারতীয় শাড়িসহ একটি কার্ভড ভ্যান ও চালককে আটক করেছে। এসময় কার্ভড ভ্যানে ৭টি গাইডের মধ্যে ৫৪০ পিস বিভিন্ন ক্লারের ভারতীয় শাড়ি পাওয়া গেছে।এঘটনায় নিয়মিত মামলা রুজু করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]