জানি, কবিরা সব সময় স্বপ্নদ্রষ্টা হয় না, তাও আবার আমার মতো সামান্য এক কবি। তবু ২০০৪ সালের ২১ আগস্টের নারকীয় হত্যাযজ্ঞের প্রতিক্রিয়ায় ২৩শে আগস্ট আমি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিয়ে যে কবিতা/গান আমি রচনা করেছিলাম, সেই কবিতার স্বপ্ন সত্যের দিকে মাথা তুলেছে দেখে নিজেকে কৃতার্থ মনে হয়।
তুমি জনগণমননন্দিত নেত্রী
মুহাম্মদ সামাদ
প্রিয় নেত্রী শেখ হাসিনা- জননেত্রী হাসিনা
তুমি জনগণমননন্দিত নেত্রী এই সোনার বাংলার
ভয় নাই বোন, ভয় নাই মা- তোমার ভয় নাই
তোমার জীবন বাঁচাতে আমরা তৈরি রেখেছি প্রাণ
আমরা আছি লক্ষ কোটি মুজিবের সন্তান।
জেগেছে ছাত্র জেগেছে জনতা
জেগেছে কৃষক-শ্রমিক
বিক্ষোভে আর বিদ্রোহে আজ উত্তাল চারিদিক
তোমার নামেই গর্জে ওঠে
ভাইয়ের খুনে
বোনের সম্ভ্রমে
মায়ের কান্নায়
পিতার রক্তে
রাঙানো লাল বাংলাদেশ ... বাংলাদেশ
তুমি আজ তাই আলো হাতে আঁধারের যাত্রী।
জীবন দিয়ে রক্ত দিয়ে
রুখেছি গুলি বন্দুক বোমা
এইবার হবে খুনিদের দিন শেষ ...খুনিদের দিন শেষ
তোমার ডাকে তোমার সাথে বাঙালির পথ চলা
তোমার ডাকেই মুক্ত হবে মৃত্যুপুরী এই ক্ষুব্ধ বন্দিশালা
আকাশে বাতাসে দিকে দিকে শুনি
তোমার জয়ধ্বনি... তোমার জয়ধ্বনি
তুমি জনগণমননন্দিত নেত্রী এই সোনার বাংলার।
প্রিয় নেত্রী শেখ হাসিনা- জননেত্রী হাসিনা
তুমি জনগণমননন্দিত নেত্রী এই সোনার বাংলার
ভয় নাই বোন, ভয় নাই মা- তোমার কোন ভয় নাই
তোমার জীবন বাঁচাতে আমরা তৈরি রেখেছি প্রাণ
আমরা আছি লক্ষ কোটি মুজিবের সন্তান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]