তুরস্কের দক্ষিণাঞ্চলে চলমান দাবানাল। কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ দাবানলে এখন পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।
ছড়িয়ে পড়া দাবানল নেভাতে ইরান দমকল বিমান পাঠিয়েছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইরানের বিমানটি একসঙ্গে ৩০ টন পানি বহন করতে পারে।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জানিয়েছেন, তার দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় জঙ্গলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নেভাতে দমকল বিমান পাঠিয়েছে ইরান। দাবানলে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে তুরস্কের আনতালিয়া প্রদেশের মানাভগাত শহরে একথা জানান তিনি।
এরদোগান বলেন, “আজারবাইজন, রাশিয়া, ইউক্রেন ও সর্বশেষ ইরান থেকে অগ্নিনির্বাপক বিমান এসে পৌঁছার ফলে দাবানল নেভানোর কাজ অনেকটা সহজ হয়েছে।”
গেল বুধবার থেকে শুরু হওয়া এ দাবানল দেশটির দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চলজুড়ে শতাধিক এলাকায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন এলাকার বাড়িগুলো থেকে কয়েক হাজার বাসিন্দাকের সরিয়ে নেওয়া হয়েছে। বহু ঘরবাড়ি ও কৃষিক্ষেত আগুনে পুড়ে গেছে।
এদিকে, হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটছেন।
উল্লেখ্য, এর আগে তুরস্কের দক্ষিণাঞ্চলে দাবানল দেখা গেলেও এবারের আগুন অনেক বড় অংশজুড়ে ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষগুলো জানিয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]