খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি:দেশের উত্তরের তেতুলিয়া উপজেলা দিন দিন তাপমাত্রা ক্রমে হ্রাস পেয়ে কমে আসছে।এতে তীব্র শীতে কাপছে গন সাধারন মানুষজন। সেই সাথে পৌষের হাড় কাঁপানো প্রচন্ড শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে, ও প্রচন্ড শৈত প্রবাহ । রাত ৭ টায় পর বিভিন্ন হাট বাজারে লোকজন জনশূন্য হয়ে পড়েছে। তাদের দোকান পাট বন্ধ করে বাড়ি চলে যাচ্ছে।
গত ২/৩ দিন থেকে এ জেলায় ৬;১ ডিগ্রি তাপমাত্রা থেকে হ্রাস পেয়ে ৮/৯ ডিগ্রি সেলসিয়াসের বিরাজ করছে।এব্যাপারে সোমবার ১৬ জানুয়ারি , আবহাওয়া অফিস জানায়, টানা শৈত প্রবাহ এ জেলার তেঁতুলিয়া উপজেলায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।এতে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা সকাল বেলা ১১টার সারাদেশের সঙ্গে নির্ণয় শেষে দেশের মধ্যে সর্বনিম্ন বলে জানায়, আবহাওয়া অফিস জানান,তেঁতুলিয়া আবহাওয়া পর্যবক্ষেণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ; রোকনুজ্জামান বলেন, টানা ৭ দিন দেশের মধ্যে সর্বনিম্ন থাকার পর একদিন বিরতি হীন ভাবে হিমালয়ের পাদদেশে অবস্থিত উপজেলা তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামীতে তাপমাত্রা আরো নিচে নামতে পারে বলে এই কর্মকর্তা আরো জানান।