হামিম বিল্লাহ,তেরখাদা উপজেলা প্রতিনিধি: তেরখাদা উপজেলার কলহ প্রবণ এলাকা নামে খ্যাত বারাসাত গ্রামের বিবদমান দু’টি গ্রুপের মধ্যে সম্প্রতি সৃষ্ট দ্বন্দ সংঘাত নিরসনের লক্ষ্যে উভয় প্রশ্নের লোকদের সমন্বয়ে ৪ এপ্রিল বিবেল ৩ টার দিকে তেরখাদা উপজেলা বিএনপির এক সভা সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল হোসেনের বাসভবন চত্বরে অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক চৌধুরী রাওহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য যথাক্রমে মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, মোল্যা মাহবুবুর রহমান, সরদার আব্দুল মান্নান, সাজ্জাল হোসেন নান্টা, শরীফ নাঈনুল হক ও মোল্যা হুমায়ুন কবির, মোঃ বিল্লাল হোসেন, শেখ আজিজুর রহমান আজিবার, মোঃ মান্নু শেখ, মোঃ লালিম শেখ, মোঃ পলাশ শেখ, মোঃ মহবিল্লাহ, মোঃ সোহাগ মুন্সী। উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বারাসাত গ্রামের দুই পক্ষের প্রতিনিধিদের উক্ত সভায় আহবান করেন।
সভায় উভয় পক্ষের সাথে বিস্তারিত আলোচনান্তে উভয়ের মধ্যে শান্তিপূর্ণ মিমাংসা করা হয়। উভয় গ্রুপ ভবিষ্যতে আর কোনো দ্বন্দ সংঘাতে জড়াবেনা বলে প্রতিশ্রুতিবদ্ধ হন। সভায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Notifications