ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ দেশে করোনার ডেল্টা ও অমিক্রনের সংক্রমণ দ্রত ছড়িয়ে পড়ায় সরকার ১১ দফা নির্দেশনা জারী করে বাস্তবায়নে প্রশাসনকে কঠোর অবস্থানের নির্দেশ দিয়েছেন। নির্দেশনায় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সভা সমাবেশে রয়েছে নিষেধাজ্ঞা কিন্তু প্রশাসনের দোহায় দিয়ে আড়ংঘাটা থানাধিন তেলিগাতী স্কুল মাঠে ওয়ালটনের পন্য মেলার উদ্বোধনের মাত্র দুই ঘন্টার মধ্যে বন্ধ করে দিয়েছে পুলিশ। করোনা সংক্রমণের উর্ধগতির মধ্যে ১১ দফা নির্দেশনা উপেক্ষা করে তেলিগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান স্কুল মাঠে ওয়ালটন পন্য মেলার আয়োজন করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃস্টি হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ওয়ালটন পন্য মেলার উদ্বোধনের প্রস্তুতি চলাকালে স্থানীয় সাংবাদিকদের ছবি তুলতে দেখে আয়োজক কমিটি ক্ষিপ্ত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান হাওলাদারকে করোনার মধ্যে এমন আয়োজনে প্রশাসনের অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতির সাথে কথা বলতে বলেন। পাশে থাকা ম্যানিজিং কমিটির সভাপতি মোস্তাক আহম্মেদের ক্ষিপ্ত হয়ে বলে প্রশাসনকে ম্যানেজ করে এ মেলার আয়োজন করা হয়েছে। কেহ মেলা বন্ধ করতে পারবে না মেলা চলবে। করোনা সংক্রমণের উর্ধগতির মধ্যে এ ধরণের মেলার আয়োজনের বিষয়ে আড়ংঘাটা থানার অফিসার্স ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন স্কুল মাঠের মেলার বিষয়ে তিনি কিছ্ইু জানেননা। করোনার মধ্যে মেলার আয়োজনের অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না। খবর পেয়ে আড়ংঘাটা থানার অফিসাস ইনচার্জ জাহাঙ্গীর হোসেনের হস্তক্ষেপে মেলা বন্ধ হয়ে যায়। উদ্বোধনের মাত্র দুই ঘন্টার মধ্যে মেলার গেট এবং স্টোল সরিয়ে ফেলা হয়। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় এমন সময় এ ধরণের মেলার আয়োজন করায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন সরকার যেখানে সংক্রমণ কমাতে(নিয়ন্ত্রণে রাখতে) নির্দেশনা জারি করছে সেখানে নির্দেশা উপেক্ষা করে এলাকায় মেলার আয়োজন করা সংক্রমণ ছড়াতে সাহায্য করায় নিন্দা জানাচ্ছি।