রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
তৈল জাতীয় ফসলের ব্যবহার নিয়ে সেমিনার
মোহাম্মদ দেলোয়ার হোসেন, নোয়াখালী প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ "তৈল জাতীয় ফসলের পুষ্টিমান ও দৈনন্দিন খাদ্যে তার ব্যবহার" শীর্ষক প্রতিপাদ্য বিষয়ের উপর নোয়াখালীতে বারটানের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জুন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অবস্থিত আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সেমিনারে বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ জহির উল্লাহ'র সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শহীদুল হক, বিশেষ অতিথি ছিলেন, বিএডিসি'র নোয়াখালীর সুবর্ণচর প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ আজিম উদ্দিন, সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, নোয়াখালী বারি'র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ মহী উদ্দীন চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএডিসি'র উপ-পরিচালক মাহমুদুল আলম, ডিএই'র জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আইউব মাহমুদ, বারটানের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক প্রমূখ। সেমিনারে বক্তারা বলেন- নিঃসন্দেহে এ সেমিনার বারটানের একটা ভালো উদ্যোগ, তবে তৈল জাতীয় যে সব ফসল দেশে উৎপন্ন হয় যেমনঃ সরিষা,সয়াবিনের পুষ্টিমান সকলের জানা উচিত তাই এর প্রচারণা দরকার। ভোজ্য তেল হিসাবে সরিষার তেল সবচেয়ে ভাল বলে মন্তব্য করা হয়। প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিরাজের প্রশ্নের জবাবে উপস্থাপক ড. মহী উদ্দীন বলেন যে, সয়াবিনে আমিষ ও অন্যান্য পুষ্টি উপাদান বেশি তবে কিছু ট্রিপসিন ইনহিবিটর ফ্যাক্টর আছে যা সিদ্ধ করে খেলে কোন সমস্যার সৃষ্টি করে না। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব মেহেদি হাসান যুক্ত করে বলেন যে দেশীয় সয়াবিনে প্রচুর পরিমানে এন্টিঅক্সিডেন্ট রয়েছে যা মানব স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বারটানের ড. জহির বলেন যে, বৃহত্তর নোয়াখালীতে উৎপাদিত দামে সস্তা ও পুষ্টিতে ভরপুর সয়াবিন থেকে তৈরি সয়া দুধ, সয়া নাগেট, সয়া সসসহ অন্যান্য বিভিন্ন ধরনের খাবার আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় থাকা অত্যাবশ্যক। পরিশেষে ডিএই'র উপ-পরিচালক জনাব মোঃ শহীদুল হক ও বিএডিসি'র প্রকল্প পরিচালক জনাব মোঃ আজিম উদ্দিন এ ধরনের সেমিনার আয়োজনের জন্য বারটানকে ধন্যবাদ জানান।সেমিনারে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন পর্যায়ের সচেতন মহলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন.
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.