লাইফস্টাইল ডেস্ক
ধুলাবালি, দূষণ ও অযত্নে ত্বক হয়ে পড়ে নির্জীব। কয়েকটি ফেস প্যাকের সাহায্যে প্রাকৃতিকভাবে ত্বক রাখতে পারেন পরিষ্কার ও প্রাণবন্ত।
রাতে ঘুমানোর আগে পুদিনা পাতার রস লাগিয়ে রাখুন ত্বকে। এটি ব্রণ দূর করতে সাহায্য করবে। এছাড়া পুদিনা পাতা কুসুম গরম পানি দিয়ে ছেঁচে লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ধুয়ে ফেলুন শুকিয়ে গেলে। ত্বক হবে উজ্জ্বল।
১/৪ কাপ কোকো পাউডার, ২ চা চামচ ক্রিম, ১/৪ কাপ পাকা পেঁপে, ২ চা চামচ ওটমিলের সঙ্গে প্রয়োজন মতো মধু মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ১০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
আখরোট গুঁড়া করে পরিমাণ মতো টক দই মিশিয়ে ত্বকে ঘষুন। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
হলুদের গুঁড়ার সঙ্গে আখের রস মিশিয়ে ত্বকে লাগান। এটি দূর করবে বলিরেখা।
সমপরিমাণ চালের আটা ও দুধ মিশিয়ে নিন। ১ টেবিল চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক ভেতর থেকে পরিষ্কার করবে এই প্যাক।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]