চিংথোয়াই অং মার্মা থানচি বান্দরবান প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
বান্দরবানে সাতটি উপজেলা শহরসহ থানচিতে সড়কে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি উদ্যোগে জেলা ছাত্রলীগের তত্বাবধানে উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে করোনা প্রতিরোধক বুথটি স্থাপন করা হয়েছে।এ বুথে বিনামুল্যে মিলবে করোনা প্রতিরোধের অতি জরুরি উপকরণ হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক। হাত জীবাণুমুক্ত ও সকলের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এই উদ্যোগটি নেয়া হয়।মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করে উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা বলেন, উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণে প্রতিরোধে এই বুথটি ভূমিকা রাখবে। আতঙ্ক নয়, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানা, সচেতনামূলক অব্যাহত ও সর্তক থাকার আহব্বান জানান তিনি।এ সময় উপস্থিত আছেন, উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানী, থানা অফিসার ইনর্চাজ সুদ্বীপ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিমন ত্রিপুরা, উপজেলা ছাত্রলীগের সভাপতি থোয়াইথিনঅং মারমা, সাধারণ সম্পাদক সুরেন্দ্র ত্রিপুরা প্রমুখ। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তাগণ, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উপজেলা ছাত্রলীগের সভাপতি থোয়াইথিনঅং মারমা ও সাধারণ সম্পাদক সুরেন্দ্র ত্রিপুরা এক সূরে বলেন, সারাদেশের মতো থানচি উপজেলায় করোনার প্রভাবের সময়ে মানুষের সুরক্ষা সামগ্রী ব্যবহারে নিশ্চিতের ও সুরক্ষা প্রদানের জন্য করোনা প্রতিরোধক বুথটি স্থাপন করা হয়েছে। পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র নির্দেশেক্রমে সার্বিক সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি ও বাজারে ১টি করে ২টি করোনা প্রতিরোধক বুথটি স্থাপিত করেছি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]