থানচি (বান্দরবান) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ "বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে থানচিতে সারাদেশের মতো যথাযথভাবে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।শনিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে র্যালী করার পরে উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার পরিবর্তে এসিল্যান্ড রাহুল চন্দ্র সভাপতিত্বে আলোচনা সভা অনুুষ্টিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নেজাম উদ্দিন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি স্বপন কুমার বিশ্বাস, তিন্দু ইউপি চেয়ারম্যান মংপ্রু অং মারমা প্রমূখ।এছাড়াও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), ট্যুরিস্ট গাইড সমিতি, হোটেল সমিতিসহ উপজেলা সদর সিএনজি ও মাহিন্দ্রা পরিবহন মালিক সমবায় সমিতি'র সকল সদস্যবৃন্দ এবং উপজেলা সরকারি-বেসরকারি অধিদপ্তরে প্রতিনিধি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]