রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
থানচিতে ট্যুরিস্ট পুলিশের ওপর আস্থা তৈরি হচ্ছে পর্যটকদের
থানচি (বান্দরবান) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ট্যুরিস্ট পুলিশের ওপর আস্থা তৈরি হচ্ছে বান্দরবানে থানচিতে দৃষ্টিনন্দন পর্যটন স্পটগুলোতে দেশের বিভিন্ন শহর থেকে ঘুড়তে আসার পর্যটকদের। জননিরাপত্তা যাত্রার ট্যুরিস্ট পুলিশের আস্থাতে এই যেন পর্যটন বান্ধব। পর্যটকদের শৃঙ্খলা, রোডম্যাপ, রেজিস্ট্রেশন, নিরাপত্তা, লাইফ জ্যাকেট পড়া, স্বাস্থ্যবিধি রক্ষায় প্রচার করার মাধ্যমে পুলিশের এই ইউনিটের প্রতি পর্যটকদের আস্থা তৈরি হয়েছে।পর্যটন কেন্দ্র অফিস সূত্রে জানা যায়, ট্যুরিস্ট পুলিশ ও থানচি থানা-পুলিশের সহযোগিতায় যৌথভাবে চলতি মাসের প্রথম সপ্তাহের পর্যটন কেন্দ্রের পর্যটকদের নিরাপদ স্থানে ভ্রমণের জন্য জননিরাপত্তা দিতে পর্যটক পুলিশের যাত্রা শুরু করেন। তারা এক সপ্তাহ ধরে প্রচারের দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের পাহাড়ি রাস্তা হেঁটে যাওয়ার সময় পথ-প্রদর্শক নেয়ার, স্থানীয় গাইড ছাড়া পাহাড়ি অঞ্চলে অচেনা রাস্তার গেলে বিভিন্ন বিপদ সমুম্খীন হওয়াসহ পর্যটকদের নিরাপত্তা কথা ভেবে ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তুলে ধরেন ট্যুরিস্ট পুলিশ।এদিকে পর্যটন স্পটগুলোতে ঘুড়তে আসার পর্যটককেরা বলেন, থানচিতে আমরা এসেছি এইবারেসহ দুইবার হয়েছে। এবারে কিন্তু পর্যটকদের রেজিস্ট্রেশন করার, পথ প্রদর্শক, নৌকা মাঝিদের ব্যবহার, হোটেলে খাওয়া দাওয়া পরিবেশন, স্বাস্থ্যবিধি মানা, নিরাপত্তা ব্যবস্থাসহ অন্যরকম সেবা পেয়েছি।তারা আরো বলেন, ট্যুরিস্ট পুলিশের যাত্রা প্রদানের মাধ্যমে পর্যটকের সেবামূলক পরিবর্তন আনা হয়েছে। দেশের দৃষ্টিনন্দন পর্যটনের ঘুড়তে চাইলে পর্যটন ভ্রমনকারীদের প্রথমে বান্দরবানে থানচিতে যেতে বলবো।থানচি ট্যুরিস্ট গাইডরা জানান, পথ প্রদর্শক হিসেবে ট্যুরিস্ট গাইডদের দীর্ঘদিনে অভিজ্ঞতা রয়েছে। ট্যুরিস্ট পুলিশ আসার পর তাঁদের সচেতনতামূলক প্রচার মাধ্যমে অনেকটাই পরিবর্তন হয়েছে। সু-শৃঙ্খলভাবে চলতে পেরে খুবই ভালো লাগছে আমরাও।থানচি জোনে ট্যুরিস্ট পুলিশের (এসআই) মোঃ আব্দুল জলিল বলেন, থানচিতে এক সপ্তাহ ধরে প্রচারের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এতে স্থানীয় পর্যটক, গণ্যমান্য ব্যক্তি, গাইড, জন-তিনিধি, প্রশাসন ও সকল শ্রেণির মানুষের সঙ্গে ট্যুরিস্ট পুলিশের কর্মকান্ড যেন পর্যটন বান্ধব হয়, সে বিষয়ে সাংস্কৃতিক ও তথ্যচিত্র তুলে ধরতে সবাইকে উৎসাহিত করছি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী বলেন, থানচিতে পর্যটনগুলোতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকদের সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। তারা পর্যটন বান্ধব হিসেবে গড়ে তোলার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.