রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
থানচিতে দুর্গম এলাকায় রকেট লাঞ্চারের বোমা উদ্ধার
চিংথোয়াই অং মার্মা থানচি বান্দরবান প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
বান্দরবানে থানচি উপজেলায় নেটওয়ার্ক বিহীন দুর্গম তিন্দু ইউনিয়ন এলাকায় থেকে ৫টি রকেট উচ্চক্ষমতার বিস্ফোরক লাঞ্চারের বোম উদ্ধার করেছে বলিপাড়া বিজিবির ৩৮ ব্যাটালিয়ন।উপজেলা বলিপাড়া বিজিবির ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার মোঃ শরীফ উল আলম এর নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মাটির নিচে লুকানো অবস্থায় এ বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।বলিপাড়া জোনের সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ আগষ্ট) গোয়েন্দা তথ্যে ভিত্তিতে থানচি উপজেলা সীমান্তবর্তী তিন্দু ইউনিয়নের দুর্গম এলাকায় ৫টি রকেট উচ্চক্ষমতার বিস্ফোরক লাঞ্চারের বোমের সন্ধান খবর পাওয়া যায়। পরে বান্দরবান রিজিয়নের অধীনস্থ বলিপাড়া জোনের বিশেষ অভিযানের এসব রকেট উচ্চক্ষমতার বিস্ফোরক লাঞ্চারের বোম উদ্ধার করা সম্ভব হয়।এদিকে বিজিবি ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার মোঃ শরীফ উল আলম জানান, উদ্ধারকৃত উচ্চক্ষমতা বিস্ফোরকগুলো ঐ এলাকার কোনো সন্ত্রাসী বাহিনী ব্যবহারের জন্য লুকিয়ে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এগুলো মর্টার রকেট লাঞ্চার উদ্ধার করে এলাকার বড় ধরনের কোন ক্ষতিগ্রস্ত হাত থেকে রক্ষা করতে পেরেছি। উদ্ধারকৃত বিস্ফোরকগুলো কোন সন্ত্রাসী দলের তা এখনও জানা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, বর্তমানে উদ্ধারকৃত রকেট উচ্চক্ষমতার বিস্ফোরক লাঞ্চারের বোমাগুলো ঐ এলাকায় নিষ্ক্রিয় করার কাজ চালাচ্ছে সেনাবাহিনীর বোমা এস্কোড দলের সদস্যরা।উল্লেখ্য, গত ১৯ জুলাই সোমবার বিকালে বলিপাড়া জোনের তত্ত্বাবধানে রুমা উপজেলায় গ্যালেঙ্গা ইউনিয়ন এলাকায় মাটির নিচে পুতে রাখার পরিত্যাক্ত অবস্থায় ২৯টি উচ্চ বিস্ফোরক মর্টার বোমা বলিপাড়া জোন উদ্ধার করে ধ্বংস করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.