রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
থানচিতে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহন
থানচি (বান্দরবান) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বান্দরবানে থানচিতে উপজেলার ৪ ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাাচনে নির্বাচিত ৪৮ জনের সংরক্ষিত আসন্ন মহিলা মেম্বার ও ইউপি পরিষদের সদস্য মেম্বারগণদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩ ফ্রেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তন হলরুমে ৪র্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নবনির্বাচিত সংরক্ষিত আসন্ন মহিলা মেম্বার ও সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানি।শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), থানচি থানার ইনচার্জ (তদন্ত) বিকাশ চৌধুরী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), থানচি সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অংপ্রু ম্রো, রেমাক্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুইশৈথুই মারমা, তিন্দু ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা প্রমূখ। এছাড়াও উপজেলা চার ইউনিয়নের নবনির্বাচিত সদস্যগণ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতাউল গনি ওসমানী বলেন, থানচিতে নবনির্বাচিত চার ইউপি পরিষদের তৃণমূল পর্যায়ে থেকে উঠে আসার সদস্যদের সম্পৃক্ততা সবচেয়ে বেশি। এলাকায় জনকল্যাণের প্রকল্প হাতে নিয়ে জন্মনিবন্ধন, জাতীয় সনদ ও বাজেট পেশসহ জনসম্মুখীন পরিচ্ছন্নতা পরিবেশ তৈরী করে জনগণের সেবায় নিয়োজিত রেখে দায়িত্ব পালন করতে হবে। কোনো কারণেই জনসেবায় অবহেলিত করা যাবে না।তিনি আরো বলেন, সরকারের সকল কর্মকান্ড ও উন্নয়ন অগ্রগতি স্বচ্ছতা এবং জবাবদিহিতা সাথে সকলকে নিরলসভাবে কাজ করতে হবে। এলাকায় জনকল্যাণকর উন্নয়নমূলক কর্মকান্ড তৈরী করে দেশ ও দশের সেবায় কাজ করার আহব্বান জানান তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.