রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
থানচিতে নবনির্বাচিত ৪ ইউপি চেয়ারম্যান শপথ গ্রহন
চিংথোয়াই অং মার্মা থানচি (বান্দরবান) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ৪র্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বান্দরবানে থানচি উপজেলা চার ইউনিয়ন পরিষদসমূহের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) সকালে বান্দরবান জেলা প্রশাসক মিলনায়তন সভাকক্ষে বান্দরবান জেলা প্রশাসন ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই উপজেলার থানচি ৪ জন ও রোয়াংছড়ি ৪ জনসহ মোট আটজন নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করানো হয়।থানচি উপজেলার ইউনিয়ন পরিষদের শপথ গ্রহণকারী নবনির্বাচিত চেয়ারম্যানগণ হলেন, ১নং রেমাক্রী ইউনিয়নে মুইশৈথুই মারমা রনি, ২নং তিন্দু ইউনিয়নে ভাগ্য চন্দ্র ত্রিপুরা, ৩নং থানচি সদর ইউনিয়নে অংপ্রু ম্রো ও ৪নং বলিপাড়া ইউনিয়নে জিয়াঅং মারমা।শপথ গ্রহন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজী, প্রেসক্লাবে সভাপতি মনিরুল ইসলাম (মনু), নবনির্বাচিত প্রতিনিধি চেয়ারম্যান ও প্রিন্ট ইলেক্ট্রনিক গনমাধ্যকর্মী'সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণে স্বাক্ষরিত শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুলের মাধ্যমে শুভেচ্ছা জানান জেলা প্রশাসন।এসময় প্রধান অতিথি জেলাপ্রশাসক ইয়াছমি পারভীন তিবরীজি বলেন, সমাজের দায়িত্ব নেওয়াই হল প্রতিনিধিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নিজের এলাকায় জনগনের কল্যাণে সুখ দুঃখে সবসময় খোঁজ নেওয়া ও পাশে থাকার জনপ্রতিনিধিদের গুরুপ্তপূর্ণ দায়িত্ব। তিনি আরো বলেন, দেশের কিংবা সমাজের বিরুদ্ধে কোন অপ্রতিকর কাজ না করে দেশ ও সমাজে জনগণে কল্যাণকর এবং উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাবেন। এছাড়াও সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের স্বচ্ছতা জবাবদিহিতা নির্ভূল জন্ম নিবন্ধনসহ সরকারের উন্নয়ন অগ্রগতির প্রতিনিধিদের সহযোগীতায় প্রত্যাশা রাখছি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.