রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
থানচিতে নানান আয়োজনে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
থানচি (বান্দরবা) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বান্দরবানে থানচি উপজেলা সদরে হেডম্যান পাড়া (মগক) বৌদ্ধ বিহারে উপজেলা ৩৭টি বৌদ্ধ বিহারে অধ্যক্ষসহ শ্রামন ও বৌদ্ধ ধর্মালম্বীর শতাধিক নর-নারী, পুরুষের বুদ্ধ ধাতু পূজা, হাজার প্রদীপজ্বলন, পিন্ডা দান, ধর্মীয় রীতি আচার, বৌদ্ধ ধর্মের ইতিহাস, ঐতিহ্যসহ ভিক্ষু সংঘের ধর্মাদেশনাসহ নানান উদযাপনে মাসব্যাপী মহান কঠিন চীবর দান উৎসবটি সম্পন্ন হয়েছে।গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দিনব্যাপী সর্বশেষ হিসেবে ঐতিহ্যবাহী থানচি হেডম্যান পাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গনে হেডম্যান পাড়ার কঠিন চীবর ও নানাধিক দানোষ্ঠানে উৎসব উদযাপন কমিটির সভাপতি উঃ সাঅংপ্রু মাস্টার সভাপতিত্বে উপজেলা ৩৭টি বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ও শ্রামন শতাধিক ধর্মপ্রান নর-নারীদের উপস্থিতিতে নানান আয়োজনে উপজেলায় কেন্দ্রীয় ভাবে সমাপ্তি দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য ভিক্ষু সংঘ পরিষদের সভাপতি উঃ ইউসারাদা মহাথের।এই দানোত্তম মহান কঠিন চীবর অনুষ্ঠানে মৈত্রী শিশু সদনের অনাথ পিতা উঃ ইউসারা ভিক্ষু সঞ্চালনায় ধর্মীয় নীতি আচারন, বৌদ্ধ ধর্মের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ের ভিক্ষু সংঘে ধর্মদেশনা প্রদান করেন, পার্বত্য ভিক্ষু সংঘ পরিষদের সাধারন সম্পাদক উঃ গাইন্দামালা মহাথের, ক্যচু পাড়া বৌদ্ধ বিহারে অধ্যক্ষ উ পঞাঞওয়াইনসা থের, বলিপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উঃ আচারিয়া ভিক্ষু।এছাড়াও উপজেলা বিভিন্ন গ্রাম থেকে আগত হাজারো দায়ক-দায়িকাদের বুদ্ধ ধাতু পূজা, হাজার প্রদীপ প্রজ্জলন,পিন্ড দান, ধর্মীয় রীতি আচার, বৌদ্ধ ধর্মের ইতিহাস ঐতিহ্য বিষয়ে ভিক্ষু সংঘে ধর্ম দেশনা, ও মনোজ্ঞ্য সাংস্কৃতিক (জাইক)সহ নানান আয়োজনের মাস ব্যাপী শুভ মহান কঠিন চীবর দান উৎসবের উৎসাহ উদ্দীপনা মধ্যে কঠিন চীবর দানোৎসব পালন করেছে।বৌদ্ধ ধর্মালম্বীদের দানোত্তম মাহাহ্ কঠিন চীবর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরী, উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা,ভাইস চেয়ারম্যান চসাথোয়াই (পকশৈ)মারমা, উপজেলা সদর (ইউপি) চেয়ারম্যান মাংসার ম্রো, রেমাক্রী (ইউপি) চেয়ারম্যান মুইশৈথুই মারমা’সহ অর্ধ শতাধিক বৌদ্ধ ভিক্ষু, শ্রামন ও হাজারো বৌদ্ধ ধর্ম প্রাণ নর-নারী দানোত্তম কঠিন চীবর অনুষ্ঠানে ধর্ম সভায় অংশগ্রহণ করেন। একই দিনে রাতে মনোজ্ঞ্য সাংস্কৃতি অনুষ্ঠান আয়োজনে আজ শুক্রবার সকালে বৌদ্ধ ধর্মালম্বীদের মাসব্যাপী মহান কঠিন চীবর দান উৎসবটি সমাপ্তি ঘটেছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.