1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন

থানচিতে ফের পাথর জব্দ ও পুড়িয়ে দিল মেশিন

চিংথোয়াই অং মার্মা থানচি (বান্দরবান) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
চিংথোয়াই অং মার্মা থানচি (বান্দরবান) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বান্দরবানে থানচির বলিপাড়া ইউনিয়ন শিলাঝিড়িতে অবৈধভাবে পাথর উত্তোলন খবর পেয়ে উপজেলা প্রশাসনে এসিল্যান্ড অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ঘনফুট পাথর জব্দসহ মেশিন পুড়িয়ে দেয়া হয়েছে। সোমবার (৭ ফ্রেব্রুয়ারী) বিকাল ৩টায় উপজেলা প্রশাসনে (এসিল্যান্ড) সহকারী কমিশনার ভূমি রাহুল চন্দ নেতৃত্বে এই অভিযানে স্থানীয় হেডম্যান, মেম্বার ও আইন শৃঙ্খলা বাহিনী দল অংশ নেন।স্থানীয়রা জানান, থানচির শিলাঝিড়িতে বর্ষা মৌসুমসহ সারাবছর শিলাঝিড়িতে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছে কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী চক্র পাথর খেকোরা। শিলাঝিড়িতে পাথর দিয়ে বাধঁ বেঁধে পাথর উত্তোলন করে নির্দিষ্ট স্থানে মজুতে পাথর ভাঙ্গা হয়। বর্ষা মৌসুমসহ সারাবছরে একস্থানে মজুতে পাথর ভেঙ্গে ট্রাকভর্তি করে নিয়ে যায়।তাঁরা আরো জানান, অবৈধভাবে পাথর উত্তোলনে আমাদের হৈতং খুমী পাড়া,মেনরোয়া পাড়া, সাখয় কমান্ডার পাড়াসহ শিলাঝিড়ি পার্শ্ববর্তী পাড়াগুলোতে এখন পানির অভাব দেখা দিয়েছে। শিলাঝিড়িতে পানির উৎস শুকিঁয়ে প্রায় বিলুপ্ত পথে বৈচিত্র্যময় পুটি মাছসহ ছোটছোট মাছ, চিৎড়ি, কাঁকড়া, শামুক।জানা যায়, গত বছরেও উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে পাথর ভাঙ্গার মেশিন ৩টি পুড়িয়ে দিয়ে বিপুল পরিমান পাথর জব্দ করেন। জব্দকৃত পাথর ৩৬১নং থাইক্ষ্য মৌজা হেডম্যান মংপ্রু মারমা নিকট জিন্মায় রাখা হয়েছিল। কিন্তু পাথর খেকোরা প্রভাবশালী চক্র সুবাদে ফের চলতি বছরের জানুয়ারী মাসের শুরুতে একই স্থানে শিলাঝিড়িতে খুঁড়ে খুঁড়ে পাথর উত্তোলন করেন।এদিকে প্রশাসন কর্তৃক পাথর জিন্মায় দেয়া মংপ্রু হেডম্যান জানান, গত বছরে জব্দকৃত, জিন্মায় রাখা পাথরও অন্যত্র পাচার করে ফেলেছে তারা। এ বছরেও শিলাঝিড়িতে ফের পাথর উত্তোলন অব্যাহত থাকায় প্রশাসনকে জানাতে বাধ্য হয়েছি।অভিযান সূত্রে জানা যায়, থানচি উপজেলা বলিপাড়া ইউনিয়নের মেনরোয়া পাড়া শিলাঝিড়িতে অবৈধভাবে উত্তোলনে পাথর মজুত করে রেখে মেশিন দিয়ে পাথর ভাঙ্গা খবরের প্রেক্ষিতে হেডম্যান, মেম্বার ও পুলিশ বাহিনী দল নিয়ে অভিযান চালান উপজেলা এসিল্যান্ড। অভিযানে টের পেয়ে সেখান থেকে পালিয়ে যান পাথর খেকোসহ শ্রমিকরা। তাদের কাউকে না পেয়ে পুড়িয়ে দেয়া হয় পাথর ভাঙ্গা মেশিন ও জব্দ করা হয় প্রায় ২ হাজার ঘনফুট পাথর। আরো জানা যায়, এই অভিযানটি থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী নির্দেশে সহকারী কমিশনার ভূমি রাহুল চন্দ এর নেতৃত্বে গোপন সংবাদে ভিক্তিতে খবর পেয়ে অভিযান চালান।এবিষয়ে উপজেলা প্রশাসন (এসিল্যান্ড) সহকারী কমিশনার ভূমি রাহুল চন্দ জানান, থানচির মেনরোয়া পাড়া শিলাঝিড়িতে অবৈধভাবে পাথর উত্তোলন খবর পেলে অভিযানে যান। অবৈধভাবে পাথর উত্তোলনে পাথর মজুত রাখার স্থানে কাউকে না পেয়ে ২ হাজার ঘনফুট পাথর জব্দসহ পাথর ভাঙ্গা মেশিন পুড়িয়ে দেয়া হয়।তিনি আরো বলেন, জব্দকৃত পাথরগুলো স্থানীয় হেডম্যান মংপ্রু মারমা নিকট জিম্মায় রেখেছি, হারিয়ে গেলে তিনি দায়ী হবেন। এবং উপজেলায় পরিবেশ রক্ষার্থে থানচি প্রশাসনে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Facebook Comments
৮ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি