রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
থানচিতে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা পূর্ণিমার শুরু
থানচি (বান্দরবান) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বান্দরবানে থানচিতে নানান আয়োজনে বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুরু হয়েছে মাহাঃ ওয়াগ্যোয়াইঃ পোয়েঃ (প্রবারণা পূর্ণিমার)। দিনটির উপলক্ষ্যে উপজেলা বিভিন্ন বৌদ্ধ বিহারগুলোতে ধর্ম দেশনা মধ্যম দিয়ে পালিত হয়েছে।বুধবার (২০ অক্টোবর) সকালে সাড়ে ৭ ঘটিকায় থানচি উপজেলায় মগক হেডম্যান পাড়া বিহার, ছান্দাক পাড়া বিহার, আপ্রুমং পাড়া বিহার, আলইমারা পাড়া বিহার, মনাই পাড়া বিহার, বলিপাড়া বিহার, ক্যচু পাড়া বিহারসহ অন্যান্য পাড়া বৌদ্ধ ধর্মালম্বীদের পূজনীয় বিহারগুলোতে বুদ্ধ পূজা, পঞ্চম শীল, অষ্টমশীল গ্রহনের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী এই উৎসব শুরু হয়। ধর্মসভায় পুজনীয় ভান্তেসহ দায়ক-দায়িকাবৃন্দ উপস্থিত ছিলেন।এদিকে প্রবারণা পূর্ণিমার পালনের সকাল থেকে উপজেলা বিভিন্ন বিহারে ভিক্ষুদের ধর্মীয় দেশনা, বুদ্ধ পূজা, শীল পালন, ফুল পূজা, ছোয়াইং দানসহ বিহারে চলছে ধর্ম দেশনা ও জৎগতের সকল প্রাণীর মঙ্গল সূত্র পাঠ এবং করোনা মুক্তির কামনা করা হচ্ছে বিশেষ প্রার্থনায়।তাছাড়াও সন্ধ্যায় বৌদ্ধ ধর্মালম্বীদের বিহারগুলোতে নর-নারী, দায়ক-দায়িকা, উপ-উপসীকাবৃন্দ পুনরায় বিহারে সমবেত হয়ে পূণ্য লাভের আশা বিহারে নগদ দান, মোমবাটি, হাজার প্রদীপজ্বলন, অষ্টপরিস্কার দান, পঞ্চমশীল ও অষ্টমশীল গ্রহন করেন। ধর্মাদেশনা শেষে ভগবান বুদ্ধের (চুলা মনি জাদি) উদ্দেশ্যের উৎসর্গ করা হবে আকাশে নানান রংবেরং এর ফানুস বাতি।এই প্রবারণা পূর্ণিমার তিথিতে বৌদ্ধ ভিক্ষুরা টানা তিন মাস ব্যাপী বর্ষাবাস সমাপ্ত করে ধর্মা দেশনা প্রচারে বেরিয়ে পড়েন। প্রবারণা পূর্ণিমা তিন দিন পর থেকে বৌদ্ধত্বে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে। তাই বৌদ্ধ ধর্মালম্বীদের এই মাহাঃ ওয়াগ্যোয়াইঃ (প্রবারণা পূর্ণিমা) দিনটি খুব গুরুপ্তপূর্ণ উৎসব।বৌদ্ধ ধর্মীয় মতে প্রবারণা পূর্ণিমার দিনই রাজকুমার সিদ্ধার্থের মাতৃগর্ভে প্রতিসন্দি গ্রহন, গৃহত্যাগ ও ধর্মচক্র প্রবর্তন সংঘটিত হয়েছিল তাই প্রতিটি বিহারে বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে দিনটি বিশেষভাবে স্মরনীয় হয়ে থাকেন। থানচি উপজেলার সকল বৌদ্ধ ধর্মালম্বীদের বৌদ্ধ বিহারে নারী পুরুষের উপস্থিত হয়ে সুখ শান্তির, ও পারিবারিক সুস্থ্যতার প্রার্থনায় জড়ো হন। বিহারে দায়ক-দায়িকারা মোমবাতি, ধুমকাঠি প্রজ্জ্বলন ও বৌদ্ধ ভিক্ষুদের নিকট ছোয়াইং দান করে দিনটি উদযাপিত করা হয়।এই প্রবারণা পূর্ণিমার পালন উপলক্ষ্যে ২৪ অক্টোবর ২টায় থানচি মগক হেডম্যান পাড়া বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গন থেকে মহাঃ রথ টেনে প্রধান সড়ক ও থানচি বাজারে প্রদক্ষিণ শেষে সাংঙ্গু নদীতে রথ বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে বৌদ্ধ সম্প্রদায়ের মাহাঃ ওয়াগ্যোয়াইঃ পোয়েঃ (প্রবারণা পূর্ণিমা) উৎসব। পরে সন্ধ্যায় ৭টায় থানচি মুক্ত মঞ্চের মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক (জ্যাহ্ আহকাঃ) অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.