রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
থানচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
চিংথোয়াই অং মার্মা থানচি (বান্দরবান) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বান্দরবানে থানচিতে সারাদেশের মতো দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যথাযথভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা স্মরণে সম্মান জানানো হয়। আজ শনিবার (২৬ মার্চ) সকালে থানচি বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দিবসটি উপলক্ষে আনুষ্ঠানিকভাবে দিবসটি উদযাপনে জাতীয় পতাকা উত্তোলনের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ, আনসার বাহিনী, স্কাউটসহ বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শরীর চর্চা প্রদর্শন, কুচকাওয়াজ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এদিকে উপজেলা প্রশাসনের পাশাপাশি নানা কর্মসূচির মধ্যদিয়ে আওয়ামী-লীগ ও এর অংঙ্গ সংগঠনে পৃথক পৃথকভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের মিলনায়তন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সভাপতিত্বে জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী-লীগের সভাপতি থোয়াইহ্লা মং মারমা। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন, উপজেলা প্রশাসন (এসিল্যান্ড) সহকারী কমিশনার ভূমি রাহুল চন্দ, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ প্রমূখ। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী, উপজেলা বিভিন্ন অধিদপ্তরে কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, এলাকার জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজ ২৬শে মার্চ বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন। একাত্তরের এই দিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। ২৫শে মার্চের কালরাতের ধ্বংসস্তুপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে বাঙালি জাতির এই দিন থেকে মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ গ্রহন করেছিলেন। শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাস সশস্ত্র যুদ্ধ শেষে বিজয় অর্জনের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ শত্রুমুক্ত হয়। কষ্টার্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংহত করার নতুন শপথে বলীয়ান হওয়ার দিন আজ।বক্তারা আরো বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের মুক্তির ইতিহাস-স্বাধীনতার ইতিহাস। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় একের পর এক মাইলফলক অর্জন এবারের স্বাধীনতা দিবস উদযাপনকে মহিমান্বিত করেছে। এবং মুক্তিযুদ্ধের মহান সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান বক্তারা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.