থানচি (বান্দরবান) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বান্দরবানে থানচিতে ৪টি ইউনিয়নে ৪র্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনটিতে নৌকা প্রতীক ও একটিতে বিদ্রোহী প্রার্থী চশমা প্রতীক জয় হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৩৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটকেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের উপস্থিতির লক্ষণীয় ছিল।উপজেলা নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত তথ্য মতে, থানচি সদর ইউনিয়নে ৯টি কেন্দ্রে মধ্যে ১ হাজার ৩৮৯ ভোট পেয়ে নৌকা প্রতীকের বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হন অংপ্রু ম্রোঃ, তাঁর প্রতিদ্বন্দ্বীর আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী চশমা প্রতীক নিয়ে মাংসার ম্রোঃ ১ হাজার ১২৫ ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের ১ হাজার ৩৮ ভোট পেয়েছেন ক্রাপ্রুঅং মারমা।রেমাক্রী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রতীক নিয়ে মুইশৈথুই মারমা ১ হাজার ৫৭০ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চসিংমং মারমা আনারস প্রতীক ১ হাজার ২২৮ ভোট পেয়েছেন।তিন্দু ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের ৫শত ৮৯ ভোট পেয়ে তাঁর প্রতিদ্বন্দ্বীর আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী চশমা প্রতীকের ৯শত ২০ ভোট ভাগ্যচন্দ্র ত্রিপুরা নিকট হারিয়ে যান। তিন্দু ইউপিতে চশমা প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থীর ভাগ্যচন্দ্র ত্রিপুরা জয় লাভ করেন। নৌকা প্রতীকের আরো প্রতিদ্বন্দ্বীতা করে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী থোয়াইসিং মং মারমা আনারস প্রতীকের ৩শত ৫৯ ভোট ও স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের ১শত ৯১ ভোট পেয়েছেন মংসাই মারমা।বলিপাড়া ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ১ হাজার ৪৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জিয়া অং মারমা। তাঁর প্রতিদ্বন্দ্বীর প্রার্থী বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান ক্যসাউ মারমা আনারস প্রতীকের ৯শত ২৩ ভোট ও মংক্যসিং মারমা চশমা প্রতীকের ৬শত ৫১ ভোট পেয়েছেন।এছাড়াও উপজেলা ৪ ইউনিয়নে ৩৬জন সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনে সদস্যা ১২জন এবং ৪জন চেয়ারম্যানসহ ৫২জনকে আগামী পাঁচ বছরের নির্বাচিত করা হয় বলে নির্বাচন সূত্রে জানা যায়। থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতাউল গনি ওসমানী জানান, নেটওর্য়াক বিহীন দুগর্ম রেমাক্রী ও তিন্দু ইউপিসহ চার ইউপিতে ৩৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। ৪ ইউনিয়নে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে কোন প্রকার সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা ছাড়া সুস্থভাবে শান্তিপূর্ণ ভোটগ্রহন ও গণনা সম্পন্ন হয়েছে।
২ views