থানচি (বান্দরবান) প্রতিনিধিঃবান্দরবানে থানচিতে করোনা ভাইরাস, বন্যায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দুঃস্থ, দরিদ্র ও কর্মহীনদের পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।সোমবার (১১ জুলাই) দুপুরে থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে বান্দরবান জেলা পরিষদ কতৃক বাস্তবায়নে থানচি সদরে করোনা ভাইরাস, বন্যায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দুঃস্থ, দরিদ্র ও কর্মহীন ৭শত পরিবারের মাঝে এ চাউল বিতরণ করে উদ্ধোধন করা হয়। পর্যাক্রমে থানচির ৩ ইউপিতে আরো ১৩শত পরিবার এ সহায়তা আওতায় আনা হবে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ ও কর্মহীন পরিবারের মাঝে চাউল বিতরণ করেন, বান্দরবান জেলা পরিষদের প্রাথমিক শিক্ষা ও ক্রিড়া বিষয়ক সদস্য বাশৈচিং চৌধুরী। তিনি বলেন, থানচিতে করোনা ভাইরাস, বন্যায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দুঃস্থ, দরিদ্র ও কর্মহীন ৭শত পরিবারের মাঝে ১০কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। এই চাউল বিতরণে পর্যাক্রমে বলিপাড়া, তিন্দু ও রেমাক্রী ইউপিতে আরো ১৩শত পরিবারকে এ সহায়তা আওতায় আনা হবে।এ চাউল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী-লীগের সভাপতি থোয়াইহ্লা মং মারমা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও মমতাবোধের থানচিসহ সারাদেশের মানুষের বিভিন্ন সাহায্য সহযোগিতা পাচ্ছে।তিনি আরো বলেন, এ বর্তমান সরকারই দেশের উন্নয়নে পাশাপাশি বয়স্কভাতা, বিধবা ভাতা, দুগ্ধভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন রকমের ভাতার প্রচলন চলছে এবং যার কারণে দেশের মানুষ এখন সুন্দরভাবে জীবনযাপন করছে।চাউল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, থানচি সদর ইউপি আওয়ামীলীগের সভাপতি অনবাহাদুর ত্রিপুরা, মেম্বার জিমংপ্রু মারমা, সাবেক মেম্বার উসাই অং মারমাসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন গ্রাম থেকে উপকারভোগীরা উপস্থিত ছিলেন।