রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১ | ১৫ রজব ১৪৪৬
থানচির পাহাড়ে ফের ট্রাক খাদে পড়ে নিহত ১ জন
চিংথোয়াই অং মার্মা,থানচি (বান্দরবান) প্রতিনিধিঃবান্দরবানে থানচিতে জীবননগর সড়কে ইস্পাত সরঞ্জাম মালবাহী একটি ট্রাক দুর্ঘটনা কবলিতের প্রায় এক হাজার ফুট নিচে খাটে পড়ে ১ জন নিহত ও ৩ জন গুরত্বর আহত হয়েছে।রোববার (২৯ মে) দুপুর সাড়ে ১২ টায় দিকে বান্দরবান থেকে থানচি যাওয়ার পথে জীবননগর পাহাড়ে নীলদিগন্ত পর্যটনের এলাকার গভীর খাটে পড়ে এ ঘটনা ঘটে। এ ট্রাক দুর্ঘটনায় ঘটনাস্থলে ফরিদপুরের বাসিন্দার মোহাম্মদ সাঈদ (৩০) নামক একজন যুবক মারা যায়। আরো ৩ জনের গুরত্বর আহতরা হলেন- ট্রাকচালক চট্টগ্রাম বন্দরের নিমতলা বিশ্বরোড় এলাকার বাসিন্দা মোঃ আব্দুল মজিদ (৫০)। কুমিল্লার নাঙ্গলকোট মঘুয়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ রিজওয়ানা (২২) ও চাঁদপুরের মোঃ ফরহাদ (২৪)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, কর্টেজ তৈরীর জন্য ইস্পাতের সরঞ্জাম ভর্তি ট্রাক গাড়ি চট্টগ্রাম থেকে বান্দরবানে হয়ে থানচিতে আসার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে প্রায় ১ হাজার ফুট নিচে খাটে পড়ে যায়।
আরো জানা গেছে, ঘটনাস্থলে ট্রাক ভর্তি মালের চালানদার নিহত হন। এছাড়া আরো গাড়ি চালকসহ ৩ জন গুরত্বর আহত হয়েছে। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে বলিপাড়া ৩৮ বিজিবি জোনের হাসপাতালে প্রাথমিক চিকিৎসার সেবা প্রদানে শেষে হতাহতদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ দুর্ঘটনা কবলে পড়ে আহত ট্রাকচালক আব্দুল মজিদ (৫০) জানান, থানচিতে পর্যটনকেন্দ্র নির্মাণের জন্য ট্রাক ভর্তি সরঞ্জাম রড নিয়ে আসলে একপর্যায়ে নীল দিগন্ত পর্যটনকেন্দ্রের ঢালু রাস্তায় নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পাহাড়ে খাটে নিচে পড়ে যায়। গাড়িতে সরঞ্জাম রডের চালানদারসহ আমরা ৪ জন ছিলাম।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, থানচির জীবননগর পাহাড়ে একটি মালবাহী ট্রাকের খাটে পড়ে ১ জন নিহত ও ৩ জনের গুরত্বর আহত খবর পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুঁটে যান বিজিবি, পুলিশ টিম, ফায়ার ফাইটার দল ও স্থানীয়রা।
তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে গুরত্বর আহত অবস্থায় ড্রাইভার ও দুই শ্রমিকে উদ্ধার করে বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়ন হাসপাতালে চিকিৎসার সেবা প্রদান করা হয়। পরে হতাহতদের বান্দরবান সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.