ডেস্ক রিপোর্ট দৈরিক শিরোমণিঃ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মহাসমাবেশ উপলক্ষে খানজাহান আলী থানা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা গতকাল ২২জুন বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফুলবাড়ীগ্টে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমানের সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগ, মহানগর নেতা আকিল আহম্মেদ, হাবিবুর রহমান, বাবুল হোসেন, মাহাবুব রহমান চঞ্চল, উপদেষ্টা হাবিব মাষ্টার। সভায় বক্তৃতা করেন, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি সোলায়মান মুন্সি, ৩৫নং ওয়ার্ড সভাপতি খান হাফিজুর রহমান, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম মনিরুজ্জামান মুকুল, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাকারিয়া রিপন, ৩৪নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলী, দুলাল চন্দ্র, আব্দুল জলিল হাওলাদার, কামাল আহম্মেদ, সেলিম রেজা, হাবিবুর রহমান, সাইদুর রহমান, সুরুজ্জামান হানিফ, মাষ্টার শাহাজাহান হাওলাদার, আব্বাস উদ্দিন, জাকির হোসেন, মেহেদী হাসান, সহিদুল ইসলাম, মুকুন্দ বিহারী, মোশারেফ মাষ্টার, মো. শাকিল আহম্মেদ, , যুবলীগের থানা যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, অলিয়ার রহমান রাজু, কামাল মুন্সি, রিপন ফকির, আম্বিয়া বেগম, লিয়াকত মুন্সি, আবুল কালাম আজাদ, কাউন্সিলর সাইফুল ইসলাম, শেখ নাইম, নাসির উদ্দিন, বিপ্লব হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। বর্ধিত সভায় আজ ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৮টায় ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসুচি শুরু হবে, সকাল সাড়ে ৮টায় জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান এবং আছরবাদ প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আনান্দ র্যালী, র্যালী শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং আগামী ২৫ জুন পদ্মা সেতুর বর্ণার্ঢ্য উদ্বোধন অনুষ্ঠানের মহাসমাবেশ যোগদানের লক্ষে খানজাহান আলী থানা ও থানার অন্তুরভুক্ত ৫টি ওয়ার্ড আওয়ামী লীগ যৌথ ভাবে ঐ দিন ভোর ৫টায় ফুলবাড়ীগেট থেকে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগদানের উ্েদ্দশ্যে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]