রাজধানীর পৃথক দুটি স্থানে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সময় অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ জানুয়ারি) সকালে দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে সংশ্লিষ্ট থানা পুলিশ পাঠিয়েছে।
ঢামেক হাসপাতালে ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢামেক হাসপাতালে ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, থার্টি ফার্স্ট নাইট রাতে অতিরিক্ত মদ্যপান করেন তারা। আর এ কারণেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]