মোঃসিদ্দিক খান (বিশেষ প্রতিনিধি,মাদারীপুর)ঃ-
অপরিকল্পিতভাবে গাড়ি ঢুকে ঢাকাকে অচল শহরে পরিনত করার মাধ্যমে দক্ষিণ বঙ্গের স্বপ্ন ঢাকা গিয়ে দুঃস্বপ্নের রুপ নিবে,এমনটাই আশা সচেতন মহলের।
নানান জল্পনা কল্পনা শেষে আগামী ২৬ জুন হবে স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন ও যানবাহন চলবে পরবর্তী দিন অর্থাৎ ২৭ জুন থেকে।’স্বপ্ন যাবে ঢাকা’এভাবেই একটু একটু করে স্বপ্ন বুনতে শুরু করেছে দক্ষিণ বঙ্গের মানুষ।অপর দিকে’স্বপ্ন যাবে বাড়ি’এমন স্বপ্ন বুননে ব্যাস্ত ঢাকায় অবস্থানরত দক্ষিণ বঙ্গের সকল মানুষ। পাশাপাশি পরিবহন মালিকদের অনেকেই ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে যেমন ধরুন ফিটনেস বিহীন গাড়ির কাগজ ফিট করা,পুরাতন গাড়িকে রঙিন রঙের শাড়ি জড়িয়ে নতুন বঁধুর রুপ দেয়া,রাস্তার আশেপাশে পরে থাকা জীবন-যৌবন হারানো গাড়িগুলোকে জীবন দান ইত্যাদি ইত্যাদি।যাদের সবার গন্তব্য একটাই স্বপ্ন বয়ে নিয়ে যাবে ঢাকা।কিন্তু এভাবে ফিটনেস বিহীন ও অপরিকল্পিতভাবে দক্ষিণ বঙ্গের গাড়িগুলো ঢুকে পরলে ঢাকায় তীব্র যানজট বাড়বে ও অচল হয়ে পরবে ঢাকা। এমনিতেই ঢাকা জ্যামের শহর তাহার উপর একুশ জেলার অতিরিক্ত চাপ এসে যোগ হবে।
তাই ঢাকা ও দক্ষিণ বঙ্গবাসীর দাবি পরিবহনগুলো নিয়ন্ত্রণে আনা সহ মোটরসাইকেলের উপর বিশেষ নজরদারি। কারণ সময় ও স্রোত কারো জন্য থেমে থাকে না।যে সময়টা জীবন থেকে একবার গড়িয়ে পড়ছে তা আর ফিরে আসবেনা।