জুলফিকার তালুকদার, চরফ্যাশন উপজেলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘টীম ঊষার আলো’ ১৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে নতুন এই কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গিয়াসউদ্দিন সাগর ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রুহুল আমিন মাষ্টার।
শুক্রবার (২৮ মে) সন্ধ্যায় দক্ষিণ আইচা বাজারের একটি হোটেলে এক সভায় টীম ঊষার আলো কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিনিয়র সদস্যদের উপস্থিতিতে এবং সকল সদস্যের সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন
সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী।
সহ-সভাপতি মো. সেলিম রানা, মো.আজাদ মাষ্টার, সোহাগ মিয়া, মো. বিল্লাল হোসেন, আবুল কালাম সুমন পাটোয়ারী ও স্বপন মাষ্টার,
যুগ্ন সম্পাদক মো.হাসান হাওলাদার, রাসেল পাটোয়ারী, মো. শামছুদ্দিন খোকস মাষ্টার ও সাইফুল হাওলাদার, সাংগঠনিক মো. আনিছুর রহমান, ফরহাদ হোসেন ডালিম, হাসান লিটন।
কোষাধক্ষ্য জুবায়ের খান, দপ্তর সম্পাদক হাবিব খান।
নবগঠিত এ কমিটির সদস্যরা আগামীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এছাড়া উক্ত নবগঠিত কমিটিটি একটি সম্পূর্ণ অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, অলাভজনক, জনকল্যাণমুখী সংগঠন।
Notifications