জুলফিকার তালুকদার, চরফ্যাশন উপজেলা প্রতিনিধি:গত ২০ ই ডিসেম্বর ২০২৪ ইং তারিখে “ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি” তে দক্ষিণ আইচা থানার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে “দক্ষিণ আইচা থানা সোশ্যাল ওয়েলফেয়ার” নামে একটি স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণমূলক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। উক্ত সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো- “দক্ষিণ আইচা থানার সামাজিক ও মানবিক (শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, দারিদ্রতা দূরীকরণ ও সামাজিক কর্মসূচি) কাজে স্বেচ্ছাশ্রম ও আর্থিকভাবে সহায়তার মাধ্যমে সুশৃংখল একটি কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করা।” সংগঠনটির প্রাথমিক বৈঠকে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন আয়কর বিশেষজ্ঞ আব্দুর রব সবুজ ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন সমাজকর্মী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ জিহাদ হাসান। এছাড়াও উপদেষ্টা মন্ডলী, যুগ্ম আহ্বায়ক, কার্যনির্বাহী সদস্যসহ ৮৫ সদস্যদের তালিকা প্রকাশিত হয়েছে।
উক্ত কমিটিতে উপদেষ্টা পরিষদে নির্বাচিত হয়েছেন (১২ জন) মোহাম্মদ জুবায়ের হোসেন (শিক্ষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ), মনজুরুল ইসলাম (প্রবাসী), মোঃ জুলফিকার তালুকদার (সাংবাদিক ও ব্যাংকার), আদিত্য জাহিদ চৌধুরী (ডেন্টিস্ট ও সাংবাদিক), আমজাদ শরীফ (সার্জেন্ট, বাংলাদশ সেনাবাহিনী), সালাউদ্দিন আহমেদ (এজিএম ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি২), মোঃ জাফর (শিক্ষক, ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজ), মোঃ আনোয়ার উল্লাহ (চাকুরীজীবী), মোঃ ফরিদ উদ্দিন (অফিসার জনতা ব্যাংক পিএলসি), মোঃ রাসেল (প্রবাসী), মোঃ কামাল হোসেন (গ্রন্থাগারিক, ঢাকা বিশ্ববিদ্যালয়)। যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০ জন। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- ইকবাল হোসেন। অর্থ বিষয়ক সম্পাদক- মোহাম্মদ ফরহাদ, শিক্ষা প্রশিক্ষণ বিষয়ক- সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোহাম্মদ মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক-মোহাম্মদ ইউসুফ সওদাগর, দপ্তর সম্পাদক- মোঃ রাকিবুল ইসলাম নাঈম। ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা-আব্দুল মালেক। সমাজ কল্যাণ সম্পাদক- মোঃ সোহাগ নির্বাচিত হয়েছেন। উক্ত কমিটিতে ৪৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী সদস্যও নির্বাচিত হয়েছেন।