খাল, জলাশয় দখলকারীরা যতো শক্তিশালী হোক না কেন উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।
নির্মাণাধীন অবৈধ পাঁচ তারকা হোটেল ভেঙ্গে দিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। এসময় ঘটনাস্থল থেকেই টেলিফোনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে মেয়র বলেন, 'প্রধানমন্ত্রীর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাঁচতারকা হোটেল ও শপিং কমপ্লেক্সের জন্য জলাশয় বরাদ্দ দিচ্ছেন আপনারা।'
রাজধানীর কুড়িল ফ্লাইওভারের পাশে উত্তর সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ডে, জলাধার দখল করে বানানো হচ্ছিলো পাঁচ তারকা হোটেল এবং শপিং কমপ্লেক্স।
চলমান জলাধার উদ্ধার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে, মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে ভেঙ্গে দেয়া হলো সেই অবৈধ স্থাপনা। মেয়র হুশিয়ারি দিলেন, দখলকারীরা যতো শক্তিশালীই হোক না কেন, উচ্ছেদ অভিযান ঠেকে থাকবে না। এসময় উত্তরের মেয়র, দখল ঠেকাতে স্থানীয়দের সহযোগিতাও চান।
এদিকে উচ্ছেদের সময় একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানের মালামাল লুট করে নেওয়ার অভিযোগ ওঠেছে স্থানীয় কাউন্সিলরের লোকজনের বিরুদ্ধে। লুটপাটের দৃশ্য ধারণ করতে গেলে সংবাদকর্মীদের লাঞ্ছিত করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]