ভোলা প্রতিনিধি ।
ভোলার লালমোহনে বাজারের মধ্য দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহি লালমোহন এক মাত্র খালটি আজ মরার পথে। এর দু-পাড়ে ইমারত আর ছোট ছোট দোকানপাট গড়ে তুলেছে দখলদাররা। পাশাপাশি বাজারের ময়লা আবর্জনা ফেলা হচ্ছে খালে। ফলে নাব্যতা হারিয়ে ধীরে ধীরে সংকুচিত হচ্ছে খালটি। স্থানীয় নজরুল ইসলাম ও কাশেম সাহেব বলেন,৷ চোখের সামনে দিয়ে
একসময় এ খাল দিয়েই বাজারের ভিতর এসে নোঙর করতো যাত্রীবাহি লঞ্চ, অথচ এখন শীতের মৌসুমে নৌকা ঢুকতেও কষ্ট হয়। দোকান ব্যবসায়ীরা বলেন দুই পাশে দোখলের কারণে এই খালটি দিনে দনে মরেই যাচ্ছে, তাই ঐতিহ্যবাহি খালটি রক্ষার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন ব্যবসায়ী ও সচেতনমহল।