দীর্ঘ এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ দল। প্রথমবার দর্শকহীন গ্যালারিতে খেলতে নামবে টিম টাইগার্স।
ওয়ানডে সিরিজের জন্য পুরোপুরি প্রস্তুত হোম অব ক্রিকেট। বিসিবির চ্যালেঞ্জ সফলভাবে সিরিজ শেষ করা। বায়ো বাবলে সর্বোচ্চ সতর্ক ক্রিকেট বোর্ড।
গুনে গুনে পাক্কা ৩১৩ দিন। ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর আর এতোটা সময় ক্রিকেটের বাইরে থাকেনি বাংলাদেশ। প্রস্তুত হোম অব ক্রিকেট। প্রত্যাবর্তনের অপেক্ষায় টিম টাইগার্স।
মাঠ, কন্ডিশন সবকিছুই চেনা। শক্তিমত্তা আর অভিজ্ঞতায় যোজন যোজন দূরে প্রতিপক্ষ। তবুও সতর্কতায় স্বাগতিক শিবির। দীর্ঘ সময় পর আন্তর্জাতিক ম্যাচ, তাইতো উইকেটও নতুন করে দেখা নেয়া কোচ আর কাপ্তানের।
টাইগার একাদশ কেমন হবে! সেটার আভাস আগেই দিয়ে রেখেছেন হেডকোচ। নেট অনুশীলনে ইবাদতের বল স্কুপ করতে কাধে ব্যথা পেয়েছেন সৌম্য সরকার। তবে চোট গুরুতর নয়, ভালো আছেন সৌম্য। হাতের চোটে খেলা হচ্ছে না তাসকিনের। কন্ডিশন বিবেচনায় একাদশে থাকবেন তিন পেসার। তাই বলাই যায় অভিষেক হতে যাচ্ছে শরিফুল বা হাসান মাহমুদের।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]