মোঃসাইদুল ইসলাম শান্ত, ঢাকা মহানগর প্রতিনিধি: দহন চিলি সস ও শেফ ইউনিটি বাংলাদেশের আয়োজনে শেফদের ইফতার ও দোয়া মাহফিল।
বুধবার (২৬ মার্চ২৫ইং) বিকালে রাজধানীর মিরপুর ১২ পল্লবীর THE CAFE RIO BUFFET রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়েস টুরিজম ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা মাস্টার শেফ টনি খান মিয়া
এসময় শেফ ইউনিটি বাংলাদেশের সহ-সভাপতি ইব্রাহিম হাওলাদারের সভাপতিত্ব করেন।
সঞ্চালনায় ছিলেন শেফ ইউনিটি বাংলাদেশের সভাপতি আহসান হাবীব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্র্যান্ড সুলতান হোটেলের এক্সিকিউটিভ শেফ জনাব আসফাক আহমেদ,
হোয়াইট হল কনভেনশন সেন্টারের এক্সিকিউটিভ শেফ জাহাঙ্গীর আলম।
এছাড়াও বিশেষ অতিথি জনাব খবির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
এসময় আহাদ কনজুমার প্রোডাক্ট এর পন্য দহন চিলি সস গুনগত মান ও মার্কেটিং সম্পর্কে আলোচনা করা হয়।
Notifications