এস এ ডিউক ভূঁইয়া-
তিতাস(কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলা আ.লীগের সাবেক সভাপতি ও গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান মরহুম আবুল হাসেম সরকারের জানাজায় মানুষের ঢল নেমে পড়ে।রবিবার বেলা ১১ টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর মুন্সি ফজলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান মরহুম আবুল হাসেম সরকারের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।জানাজার নামাজের পূর্বে মরহুম আবুল হাসেম সরকারের বর্ণাঢ্য রাজনীতি নিয়ে স্বৃতি চারণ মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো.আব্দুস সবুর,মরহুম আবুল হাসেম সরকারের বড় ছেলে মাহমুদুল হাসান সরকার
(বাবু),ইঞ্জিনিয়ার সারওয়ার সরকার,দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো.শহিদুল ইসলাম শুভ।মরহুম আবুল হাসেম সরকারের জানাজার নামাজে অংশ গ্রহণ করেন আ.লীগ নেতা ও বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক মোহাম্মদ শাহজাহান,ড.আব্দুল মান্নান জয়,এসএম কেরামত আলী,বাসুদেব ঘোষ,বশিরুল আলম মিয়াজি,মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার,
ডাঃ মো. জাহাঙ্গীর আলম,বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, হাবিবুর রহমান হাবিব,দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন শিকদার,জাকির নেওয়াজ সোহেল, বাহাউদ্দীন মেম্বার,আবুল বাশার মাস্টার,
মমিন সরকার,ওয়াদুদ সরকার,
ইসমাইল হোসেন সরকার ও গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক নোমান মিয়া সরকারসহ জেলা,উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।শোক মূহুর্তের এই অনুষ্ঠান পরিচালনা করেন আ.লীগ নেতা সাবেক ভিপি সালাহ উদ্দিন রিপন।জানাজায় ইমামতি করেন মাওলানা এমদাদুল হক।জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় উল্লেখ্য,
দাউদকান্দি উপজেলা আ.লীগের সাবেক সভাপতি ও গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম সরকার(৬৫),প্রাণঘাতি মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় আক্রান্ত হয়ে রাজধানীর গ্রীন লাইফ প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার বিকাল ৩ টায় মৃত্যু বরণ করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]