আবুল হাসনাত রিন্টু, ফেনী জেলা প্রতিনিধিঃ- ফেনী জেলার দাগনভুঁঞায় এক কিশোরীকে (১৫) ধর্ষণের মামলায় মো. রাজু ইসলাম (২৮) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার (১৮ জুলাই) বিকেলে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওসমান হায়দার এ রায় প্রদান করেন। যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি দুই লাখ টাকা অর্থদন্ডের আদেশ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফেজ আহম্মদ।মামলার বিবরনে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজু ইসলাম ভিকটিমের বাড়িতে রাজমেস্ত্রীর কাজে নিয়োজিত ছিলো। ২০১৯ সালের ১ জুন রাতে রাজু ওই বাড়ির কিশোরীকে জোরপূর্বক পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় পরদিন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রাজুকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দাগনভূঁঞা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষা শেষে আদালতে সোপর্দ করলে ২২ ধারা জবানবন্দি শেষে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়। মামলার পর পুলিশ আসামি রাজু ইসলামকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করলে সে ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন মর্মে স্বীকারোক্তি দিলে আদালত ১৬৪ ধারায় তা রেকর্ড করে।এরপর তিনি জামিনে ছাড়া পেয়ে পালিয়ে যান। মামলাটি তদন্ত শেষে পুলিশ রাজুর বিরুদ্ধে আদালতে অভিযোপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়। পিপি অফিসের সহকারী ইকরামুল জানান, মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে আসামি রাজুর বিরুদ্ধে আদালতে অভিযোপত্র দাখিল করেন। আদালতে দীর্ঘ শুনানিকালে ১২ জন সাক্ষীর মধ্যে ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে দোষী সাব্যস্ত করে আদালত এ রায় প্রদান করেন।ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ব্যাঞ্চ সহকারী দেলোয়ার হোসেন জানান, আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। আসামি যে দিন গ্রেপ্তার হবেন বা আদালতে আত্মসমর্পণ করবেন তখন থেকে সাজা কার্যকর হবে।