অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কানাডাকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। জয়ের জন্য ১৩৭ রানের টার্গেট পেয়েছিল বাংলাদেশ। মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশের যুবারা।
আর তাই টুর্নামেন্টে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) জয়ের বিকল্প ছিল না।
৮ উইকেটের বড় জয়ে শেষ আটের লড়াইয়ে ভালোভাবেই টিকে রইলো তারা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলেন ইফতেখার হোসাইনের। ৬১ অপরাজিত ছিলেন এই তরুণ তুর্কি ওপেনার।
এর আগে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সবকটি উইকেট হারিয়ে যুবাদের বিপক্ষে ১৩৬ রান করেছিল কানাডা।
সেইন্ট কিটসের বাসেত্তেরে স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম দশ ওভাররে কানাডা সংগ্রহ করে ৩৪ রান। তবে পাওয়ার প্লে শেষ হতেই সাজঘরে ফেরেন ২৭ বলে ৮ রান করা জাশ।
সতীর্থ ওপেনারকে হারালেও একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন অনুপ। কিন্তু অপরপ্রান্তে তাকে কেউই তেমন সঙ্গ দিতে পারেননি। তিনে নামা ইয়াসির মাহমুদ ১, অধিনায়ক মিহির প্যাটেল ১১, মোহিত প্রসার ১২, গুরনেক জোহাল সিং ১, এথান গিবসন করেন ২ রান।
অন্য ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে একাই লড়ে যান অনুপ। ইনিংসের ৪১তম ওভারে সাজঘরে ফেরার আগে সাত চারের মারে ১১৭ বলে ৬১ রান করেন এ ডানহাতি উইকেটরক্ষক ব্যাটার। এরপর আর বেশি দূর যেতে পারেনি কানাডা। তাদের ইনিংস থেমে যায় ১৩৬ রানে।
বাংলাদেশের পক্ষে বল হাতে ১০ ওভারে এক মেইডেনসহ ৩৭ রান খরচায় ৪ উইকেট নেন মেহরব। ডানহাতি পেসার রিপন মন্ডল ২৪ রানে সমান ৪টি উইকেট।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]