গ্রিসে গত কয়েক দশকের মধ্যে ভয়াবহ তাপপ্রবাহে দাবানল সৃষ্টি হয়েছে। এথেন্সের উত্তরাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় হাজার হাজার বাসিন্দা ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছে দমকলকর্মীরা।
সৃষ্ট দাবানলে বিপর্যস্ত এথেন্সের উত্তরাঞ্চল। মঙ্গলবার থেকে পরিস্থিতি ক্রমেই অবনিত হচ্ছে। রাজধানী এথেন্সের কাছে আগুন ছড়িয়ে পড়ায় ঝুঁকিতে রয়েছেন অনেক বাসিন্দা। ক্ষয়ক্ষতি এড়াতে পাঁচ শতাধিক দমলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করে চলছে। যোগ দিয়েছে সেনা, পুলিশ, বিমান বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার রাতকে ভয়বাহ অ্যাখা দিয়ে উপ-নাগরিক সুরক্ষা মন্ত্রী নিকোস হারডালিস বলেন, দমকল বাহিনী আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছে। এথেন্সে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
রাজধানীর কাছাকাছি পারনিথা পর্বতের পাদদেশে পাইন গাছের একটি বিশাল বনে আগুন ছড়িয়ে পড়ে। বনে আগুন লাগায় তা আশপাশের ২০ কিলোমিটারের মধ্যে দ্রুত ছড়ায়। এতে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন পুড়ে গেছে। ঝুঁকির কারণে এথেন্সের বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস জানিয়েছেন, কিছু জায়গায় আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। তবে আগামী শুক্রবার বাতাসের গতিবেগের পাশাপাশি তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। এজন্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে।
এদিকে, দমকল বাহিনী সতর্ক করে বলেছে, ৮১টি দাবানলের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলটি এখনো সক্রিয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]