মো.শাহজালাল মিয়া,সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি :প্রাণের টানে প্রিয় অঙ্গনে এই শ্লোাগন কে সামনে রেখে গাইবান্ধা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসব উদযাপন এর লোগো উন্মোচন অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়েছে। ২৯ জুন বুধবার সকাল ১১ টায় দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে ৭৫ বছর পূর্তি উৎসব উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক কিরণময় বর্মন এর সভাপতিত্বে লোগো উন্মোচনকালে বক্তব্য রাখেন দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় ৭৫ বছর পূর্তি উৎসব উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক সংস্কৃতজন আব্দুর রাজ্জাক রেজা, যুগ্ম আহবায়ক প্রগতিশীল রাজনীতিক মোস্তাফিজুর রহমান মুকুল, সদস্য সচিব ও দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াশিউল হাবীব, গোলাম রাব্বানী, আব্দুর রউফ, শিক্ষক মাজেদুল হাসান প্লাবন ,আনিসুজ্জামান দুলুসহ উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক /শিক্ষিকাবৃন্দ ,বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীৃন্দ ও স্থানীয় সুধীজন ৷লোগো উন্মোচন কালে শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতি আনন্দধারায় মুখরিত হয়ে উঠে ৷দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়টি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সুনামের সাথে শিক্ষা প্রদান করে আসছে, এবারই প্রথম ৭৫ বছর পূর্তি উৎসব পালনে ২০২৩ সালের ১২ ও ১৩ জানুয়ারি’তে প্রাণের টানে প্রিয় অঙ্গনে মিলিত হবে প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষার্থী’রা।
১৫ views