মোঃ রুবেল দিঘলিয়া,প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ দিঘলিয়ায় (১৪) বছর বয়সী ভ্যান চালক ইমরানকে হত্যার ঘটনায় আসাদুল (২৫) আলামিন (২৪) কে গত ১৫ ই এপ্রিল আটক করেছে দিঘলিয়া থানা পুলিশ। ঘটনার বিবরণ এ দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব আহসান উল্লাহ চৌধুরী ও ইন্সপেক্টর (তদন্ত) জনাব রিপন কুমার সরকার, জানান গত ৩ সেপ্টেম্বর ২০২১ ইং শুক্রবার খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের বাসিন্দা মিঠু এর পুএ ইমরান( ১৪) প্রতিদিনের মত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। একপর্যায়ে সন্ধা ৭ ঘটিকার দিকে দিঘলিয়ার ভৈরব নদীর পাড়ে খলিলের ইট ভাটার কাছে ইমরানের মৃত দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসি দিঘলিয়া থানা পুলিশ কে জানায়। সংবাদ পেয়ে দিঘলিয়া থানা পুলিশের একটি টিম ইমরানের মৃতদেহ উদ্ধার করে। এ সময় মৃতের গলায় ফাঁসের চিহ্ন ছিল। ঘটনার পরের দিন নিহতের পিতা মিঠু বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে গুম ও হত্যা আইনে দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং ৫, তাং ৪/৯/২০২১। পরবর্তীতে মামলাটির তদন্তভার খুলনা নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত ১৫/০৪/২০২২ ইং তারিখ দিঘলিয়া থানা পুলিশের একটি টিম বারাকপুর ইউনিয়ন এলাকা থেকে চোরাই ভ্যান সহ আসাদুল ও আলামিন কে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরন করে। ২২ শে এপ্রিল শুক্রবার আসামি আসাদুল ও আলামিন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে এবং কিশোর ইমরান কে হত্যার দায় শিকার করে।
১ view