এনামুল মবিন(সবুজ) প্রতিনিধি দিনাজপুর দৈনিক শিরোমণিঃ দিনাজপুর চিরিরবন্দরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭)-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১৭ মে) বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দিনাজপুর চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সুখীপির মাঠে উপজেলা নির্বাহি কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-২২ (অনুর্ধ-১৭ বালক) খেলার শুভ উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহামুদ আলী(এমপি)। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সূনীল কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু, চিরিরবন্দর থানার ওসি (তদন্ত) মোঃ মোসলেম উদ্দিন বসুনিয়া, ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার লিটন,সাঁইতাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ কুমার রায়, ভিয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ,আব্দুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান প্রমূখ।টুর্নামেন্টের একমাত্র ভেন্যু চিরিরবন্দর উপজেলার সুখীপীর খেলার মাঠে চলমান এ টুর্নামেন্টে উপজেলার ১২টি ইউনিয়ন ফুটবল দল বালক টিম অংশগ্রহণ করবেন এবং ১৭ই মে হতে আগামী ২১ মে পর্যন্ত খেলা চলবে।
২১ views