মো. রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আগামীকাল ৬ এপ্রিল রবিবার, পৌর শহরের সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান, সাবেক এমপি ও উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টুকে এক ঐতিহাসিক সংবর্ধনা দেয়া হবে। কারামুক্ত হবার পর এবারই প্রথম তিনি নিজ উপজেলায় আসবেন। এ উপলক্ষে নেতা কর্মীদের মাঝে তৈরি হয়েছে উদ্দীপনা। প্রিয় নেতাকে কাছ থেকে দেখতে সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে গোপালপুর উপজেলা বিএনপি’র পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন পৌর শহরের বিভিন্ন স্থানে তোরন নির্মাণ করা হয়েছে। বিভিন্ন ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা, মিছিল ও প্রচারনা অব্যাহত রয়েছে।
এ উপলক্ষে শনিবার উপজেলার ধোপাকান্দি ইউনিয়ন যুবদলের উদ্যোগে শতাধিক মোটরসাইকেলের এক শোডাউন করা হয়।
এতে নেতৃত্ব দেন ধোপাকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নাসির উদ্দিন, সদস্য সচিব সরকার সোহেল, বিএনপি নেতা হাফিজুর মেম্বার প্রমুখ।
শোডাউনে ধোপাকান্দি ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য , টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ২ (ভূঞাপুর-গোপালপুর) সংসদীয় আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০০১ সালে শিক্ষা, শিল্প ও তথ্য উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। তিনি২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি ছিল। গত বছরের ২৪ডিসেম্বর প্রায় ১৭ বছর পর কারাগার থেকে তিনি মুক্তি পান।
Notifications