২০১৯ সালে ‘মহর্ষি’ সিনেমায় দক্ষিণ ভারতীয় সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে জুটি বেঁধেছিলেন চিত্রনায়িকা পূজা হেজ। ফের এ জুটির রোমান্স দেখতে পাবেন দর্শক।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, গতকাল (৯ আগস্ট) ছিল মহেশ বাবুর ৪৬তম জন্মবার্ষিকী। বিশেষ দিনে প্রযোজনা সংস্থা হরিকা অ্যান্ড হাসিন ক্রিয়েশনস নতুন সিনেমার ঘোষণা দিয়েছে। সেই সঙ্গে জানিয়েছে, মহেশ বাবুর নায়িকা হচ্ছেন পূজা হেজ।
ত্রিবিক্রমের পরিচালনায় সিনেমাটির শিল্প নির্দেশনায় থাকবেন এ এস প্রকাশ আর মিউজিক কম্পোজার থমন।
এর আগে পরিচালক ত্রিবিক্রম ও মহেশ বাবু ‘আথাডু’ (২০০৫) ও ‘খালেজা’ (২০১০) সিনেমায় কাজ করেছিলেন। নতুন সিনেমাটি এ যুগলের তৃতীয় যৌথতা। মজার ব্যাপার হলো, পূজার সঙ্গেও এ পরিচালকের এটি তৃতীয় সিনেমা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]