৪৫ বছর বয়সের চা বিক্রেতা স্বপন মিয়া।ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম বাজারের সিএনজি স্টেশনে চা-পানের দোকানী। স্ত্রী, তিন মেয়ে নিয়ে চা বিক্রয়ের টাকায় কোনমতে চলছিলো তার সংসার। কিন্তুু মরার উপর খাড়ার ঘা হিসাবে এরই মধ্যে স্বপন মিয়া আক্রান্ত হন দুরারোগ্য লিভার সিরসিসে। অল্প সময়েই তার রোগের প্রভাব বাড়তে থাকে।আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সহযোগিতায় চলে কিছুটা চিকিৎসাও। কিন্তু, এই মুহূর্তে চিকিৎসাতো দূরের কথা পরিবারের সদস্যদের (স্ত্রী ও তিন মেয়ে) খাবার যোগানই হচ্ছেনা।
স্ত্রী নাজমা বেগম স্বামীর সেবার পাশাপাশি সকাল -বিকাল স্বল্প সময়ের জন্য চায়ের দোকানটি চালিয়ে যতটুকু আয় করেন তা দিয়েই অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন।
অবুঝ তিনটি মেয়ে ও অসুস্থ স্বামীকে নিয়ে স্ত্রী নাজমা বেগম চোখেমুখে অন্ধকার দেখছেন।
আসুন এই অসহায় পরিবারটির পাশে যার যার সাধ্য অনুযায়ী দাঁড়ানোর জন্য একজন সংকটাপন্ন রোগীর চিকিৎসা সেবায় নিজেকে অংশীদার করতে সমাজের বিত্ববানদের সহায়তা কামনা করছেন তিনি।