রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৬ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ১৫ এপ্রিল ২০২৫ | ২ বৈশাখ ১৪৩২ | ১৬ শাওয়াল ১৪৪৬
দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র্যা লী ও আলোচনা সভা
রমজান আলী ,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ “মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” প্রতিপাদ্য সামনে নিয়ে ফরিদপুরের মধুখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী , আলোচনা সভা ও মধুখালী ফায়ার সার্ভিসের মোহরা প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। অন্যানের বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম,উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন,তথ্য কর্মকর্তা দ্বিজেন্দ্র নাথ বিশ্বাস প্রমুখ। আলোচনা পরবর্তা উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী শুরু হয়ে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে মধুখালী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে শেষ হয় । র্যালী পরবর্তী মধুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা আবুল হোসেন ও লেডার মোঃ কামাল শেখের নেতৃত্বে একটি চৌকস দল মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দুর্যোগ থেকে রক্ষা পেতে দুর্যোগ প্রস্তুতির বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.