পাপ্পু কুমার সরকার, রাজবাড়ী প্রতিনিধিঃ
দূর্গা পূজা উপলক্ষে সরকারী ছুটি ১দিনের পরবর্তীতে ৩দিন করার দাবী জানিয়েছেন হিন্দু মহাজোট নেতা। প্রতি বছর পূজায় সরকারী ছুটি ১দিন দেওয়া হয়।
সে কারণে হিন্দু সমপ্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই ছুটি ৩দিন করার দাবী জানাচ্ছে বেশ কয়েক বছর যাবৎ। গত মঙ্গলবার (২৯.০৯.২০২০ইং) এক বিবৃতিতে বাংলাদেশ হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সুবাস সাহা এই দাবীর প্রতি সমর্থন জানিয়ে বলেন;‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জন-বান্ধব।
তিনি অবশ্যই হিন্দুদের যৌক্তিক দাবী মেনে নিবেন এই বিশ্বাস আমরা রাখতে চাই। কারণ তিনিই বাঙ্গালী জাতির সর্বশেষ আশ্রয় স্থল। বিশ্বের বুকে উন্নয়নে বাংলাদেশ এখন রোল মডেল, শেখ হাসিনার এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হিন্দু সম্প্রদায় তাঁর সাথে রয়েছে এবং থাকবে এই অঙ্গিকার আমি আবারও করতে ছাই।
জননেত্রী শেখ হাসিনার নিকট আমাদের দীর্ঘ দিনের প্রাণের দাবী আসন্ন দূর্গা পূজা থেকে সরকারী ছুটি ১দিনের পরিবর্তে ৩দিন করা হোক। পাশাপাশি সুবাস সাহা দেশের ছোট ছোট পূজা মন্দিরে সরকারী বরাদ্দ বৃদ্ধির জন্য জোর দাবী জানান।
ইতোমধ্যে হিন্দুদের বিভিন্ন সংঠন তিন দিন সরকারী ছুটি করার দাবীতে মানব বন্ধনসহ নানা ধরনের কর্মসুচি পালন করেছে। হিন্দু মহাজোট, বাংলাদেশ ব্রাহ্মন সমাজ, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদসহ আরও কয়েকটি সনতানী ধর্মে বিশ্বাসী সংগঠন এই দাবী জানিয়েছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]