মেহেদী হাসান রিয়াদ,কুমিল্লা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরে পৌর ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ব্যবসায়ীদের এ কমিটি ঘোষণা করা হয়। এতে ব্যবসায়ী মো. হিরন মোল্লাকে সভাপতি এবং মো. মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বুধবার (২৬মে) বিকেলে কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎকালে কমিটির ঘোষণা এবং ব্যবসায়বান্ধব পরিবেশ তৈরি করতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় তিনি দেবিদ্বার পৌর এলাকায় কোন প্রকার চাঁদাবাজি চলবে না বলেও ঘোষণা দেন।সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি হাজী আবুল কাশেম ওমানী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক জিএস মান্নান মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা ও প্রভাষক মোঃ সাইফুল ইসলাম শামিম, দেবিদ্বার কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারন সম্পাদক মোঃ আবদুল খালেক বাবুল, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাদ্দাম হোসেন সহ আরো অনেকে।কমিটির নির্বাচিত সভাপতি হিরন মোল্লা জানান, পৌর এলাকার সব ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে রেজুলেশনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে। এটি একটি স্বচ্ছ সংগঠন। আপাতত সভাপতি-সম্পাদক নির্বাচিত হয়েছে। শিগগিরই পুর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের গতি সঞ্চার করা হবে। এদিকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।